RG Kar Case News Live Updates: দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন, হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের
RG Kar Protest Live News: স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'শর্তের পেছনে রাজনীতি রয়েছে। ওরা নির্যাতিতার সুবিচার চায় না, রাজনীতি করা হচ্ছে'
সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ, নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
আর জি কর মেডিক্য়াল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করল CBI
লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী।
২ বছরের মাথায়, কলকাতা হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এর অক্টোবরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলে গিয়েছিলেন মানিক। আগেই জামিন পান তাঁর স্ত্রী-পুত্র। জামিন দিলেও এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে তৃণমূল বিধায়ককে।
৪ দফা শর্ত মানেনি সরকার। ২ রাত পরেও এখনও রাস্তায় বসে আছেন জুনিয়র ডাক্তাররা। গানে, স্লোগানে স্বাস্থ্য ভবনের সামনে চলছে লাগাতার ধর্না।
নবান্নে ২ ঘণ্টা জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেও ভেস্তে গেল বৈঠক
'আমরাও চাই নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলা আর আমাদের হাতে নেই' মন্তব্য মুখ্যমন্ত্রীর
'ডাক্তার ভাইবোনেদের শুভবুদ্ধির উদয় হোক' নবান্ন থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ চরমে
লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাব না, জানালেন জুনিয়র চিকিৎসকরা
৩০ জনের প্রতিনিধি দলকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হল
নবান্নে পৌঁছে গেলেন জুনিয়র চিকিৎসকরা
৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা
দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা
চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর
দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন। মুখ্যসচিবকে পাল্টা চিঠি দিয়ে জানালেন আন্দোলনকারীরা। '৫ দফা দাবি নিয়েই আলোচনা হবে। বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে', মুখ্যসচিবকে পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকদের।
'৩০ জনের কমে প্রতিনিধি দল নিয়ে বৈঠক সম্ভব নয়', মুখ্যসচিবকে পাল্টা চিঠি দিয়ে জানাতে চলেছেন জুনিয়র ডাক্তাররা।
সোশাল মিডিয়ায় বামেদের বিদ্রুপ করে সোশাল মিডিয়ায় পোস্টের জের। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে-র বিরুদ্ধের বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের। আগেও সোশাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করেন পাটুলি থানার ওসি। স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে পোস্ট করেছিলেন। পরে সেগুলি মুছেও দেন।
আর জি কর কাণ্ডে এবার ডিসি সেন্ট্রালের অফিস-অভিযান বিজেপির। ভাঙল একের পর এক ব্যারিকেড।
৮ ঘণ্টা পার, চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি। সকাল ৬টা থেকে তল্লাশি চালাচ্ছে ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে চলছে তল্লাশি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা
আগের অবস্থানেই কার্যত অনড় থেকে জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের। নবান্নয় বিকেল ৫টায় আলোচনার ডাক। '১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না। বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব। বিকেল পৌনে ৫টার মধ্যে নবান্নে পৌঁছে যেতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ
আর জি কর মেডিক্যালে 'বোমাতঙ্ক'। জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থলে পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে আতঙ্ক। ঘটনাস্থল ঘিরে রেখেছে সিআইএসএফ, রয়েছে বোম্ব স্কোয়াড।
জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে কার্যত হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হলে কর্মবিরতির হুঁশিয়ারি। বৈঠকের সরাসরি সম্প্রচার কেন মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন না? প্রশ্ন সিনিয়র ডাক্তারদের
তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে সিবিআই। আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। রাজ্য মে়ডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক সুদীপ্ত। আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআই রাডারে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক
আর জি কর কাণ্ডের বিচার পাওয়ার আগেই আরও এক মহিলা চিকিৎসককে হুমকি! 'আর জি কর করে দেব' বলে মহিলা চিকিৎসককে হুমকি রোগীর আত্মীয়র! অ্যাপোলো হাসপাতালে আইসিইউ-এর সামনে হুমকির অভিযোগ। অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত নতুন রোগী ভর্তি করা হবে না বলে হুঁশিয়ারি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের
চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা। সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজে ইডি। বাড়িতে এসে পৌঁছেছেন চাবিওয়ালা। সন্দীপ ঘোষের বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ
তিনদিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না। আন্দোলনকারীদের শর্ত মানল না রাজ্য সরকার। অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরাও। গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, কখনও জাতীয় সঙ্গীত গেয়ে কাটছে দিন থেকে রাত।
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর জামিনের আবেদন মঞ্জুর। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক ভট্টাচার্যর জামিন। জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানান মানিক। জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পর্ষদের তৎকালীন সভাপতিকে। ২০২২-এর অক্টোবরে গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে
ভাটপাড়ায় উদ্ধার বোমা বোঝাই ব্যাগ। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় পরিত্যক্ত ঘরের মধ্যে বোমা উদ্ধার। ঘিঞ্জি এলাকায় এত বোমা মজুত দেখে আতঙ্কিত স্থানীয়রা। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ, খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে
সাতসকালে বসিরহাটের মালঞ্চ রোডে চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী, অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট থেকে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আনা হচ্ছে SSKM-এ। বাইকে চড়ে এসে ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা
পেটে গুলি লাগে ব্যবসায়ীর। পুরনো বিবাদ, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা? খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা ইডি-র। টালা পোস্ট অফিসের পাশে আবাসনের পাঁচতলার ফ্ল্যাটে চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের কাছেই চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর একটি কফি স্টল রয়েছে। অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় বেআইনিভাবে চন্দনকে ওই স্টল পাইয়ে দেওয়া হয়েছিল। এর আগে ২৫ অগাস্ট আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় চন্দন লৌহর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় চন্দন ও ক্ষমাকে
চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা। সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা
সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি-র হানা। আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় শহরজুড়ে ইডি-র অভিযান। চিনার পার্কে সন্দীপ ঘোষের বাবার বাড়িতে ইডি আধিকারিকরা
মঙ্গল থেকে বুধ, সরকার ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্য়ে চলল ই-মেল যুদ্ধ। শর্তর পাল্টা শর্ত। শেষ অবধি হল না বৈঠক। টানা দুদিন স্বাস্থ্য়ভবনের বাইরে রাত কাটালেন জুনিয়র চিকিৎসকরা।
আর জি কর দুর্নীতি মামলায় ইডি-র অভিযান। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে ইডি। চন্দন লৌহর টালার বাড়িতে চলছে তল্লাশি। বহুতলের পাঁচতলায় রয়েছে চন্দনের ফ্ল্যাট। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। গত ২৫ অগাস্ট এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।
আর জি কর দুর্নীতি মামলায় ইডি-র অভিযান। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে ইডি। চন্দন লৌহর টালার বাড়িতে চলছে তল্লাশি। বহুতলের পাঁচতলায় রয়েছে চন্দনের ফ্ল্যাট। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। গত ২৫ অগাস্ট এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।
প্রেক্ষাপট
কলকাতা: জট কাটল না। বরং বাড়ল জটিলতা। মুখ্যসচিবের চিঠির পাল্টা জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিয়েছে, তাতে রাজনীতি দেখছে রাজ্য সরকার। পাল্টা আন্দোলনকারীদের দাবি, তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, 'আমরা অন্ততপক্ষে ৩০ জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা ২৬টা মেডিক্যাল কলেজ এবং আরও জনসাধারণের মধ্য়ে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই ১০, ১২ বা ১৫ এই প্রতিনিধিটা আমরা সহমত হতে পারিনি।'
অন্যদিকে, স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'শর্তের পেছনে রাজনীতি রয়েছে। ওরা নির্যাতিতার সুবিচার চায় না, রাজনীতি করা হচ্ছে'। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, 'আমাদের আন্দোলন সমপূর্ণ অরাজনৈতিক... সরকার আমাদের নৈতিক আন্দোলন না মানলে কিছু করার নেই'।
ই-মেলের পাল্টা ই-মেল... ডাকের পাল্টা শর্ত... দু'পক্ষই অবস্থানে অনড়। রাজ্য় সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্য়ে দীর্ঘ স্নায়ুযুদ্ধের পরও বরফ তো গললই না... উল্টে জট আরও বাড়ল। চন্দ্রিমা ভট্টাচার্য্য বললেন, '২ ঘণ্টা পরে কিছু শর্ত দিয়ে। সেই শর্ত নিয়ে কথা বলতে হবে। মানুষ জানে খোলা মনে বসতে চাইছে। কোনও শর্ত দিয়ে নয়। অর্থাৎ খোলা মন নেই। পিছনে কোনও রাজনীতির খেলা আছে।এত চিন্তা করতে। খোলা মনে আলোচনা চায় না।' আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল এদিন বলেন, ' ২৬টি মেডিক্যাল কলেজ তার যারা প্রতিনিধি, অন্ততপক্ষে তাঁদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনও রাজনৈতিক দল নয়, যে ১০জন গেলাম, ২ জন গেলাম, ৩ জন গেলাম। ৪জন গেলাম। একটা ক্লোজ ডোর মিটিং হল। সমঝোতা হল। তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি।' মুখ্যসচিবের চিঠির পাল্টা জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিয়েছে, তাতে রাজনীতি দেখছে সরকার। পাল্টা আন্দোলনকারীদের দাবি, তাঁদের আন্দোলন সমপূর্ণ অরাজনৈতিক। কিঞ্জল বলেন, 'লাইভ টেলিকাস্ট করতে চাই স্বচ্ছতার স্বার্থে। শুধুমাত্র ৫ দফা দাবি নিয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী যেন থাকেন'
চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন, 'সেই মেলকে কেন্দ্র করে মেল ভোর ৩টে ৪৫। কোনও মেল ৩.৪৫-এ মেল কি খুব স্বাভাবিক? তবে কি রাজনীতি লুকিয়ে আছে? ৩টে ২৩-এ মুখ্যসচিব ৬টা আসতে বললেন। উত্তর এল ২ ঘণ্টা পরে কিছু শর্ত দিয়ে। ওদের তরফে নানারকম দাবিদাওয়া করা হচ্ছে। রাজনীতির প্রোভোকোশনে পা দেবে না। খোলা মনে আলোচনা চাই, শর্ত দিয়ে নয়'। মঙ্গলবারের পর বুধবারও স্বাস্থ্য় প্রতিমন্ত্রী বলেন, মুখ্য়মন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য় নবান্নে অপেক্ষা করেছিলেন! কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁদের পাঠানো ই-মেলে কোথাও বলাই ছিল না মুখ্য়মন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -