পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: কাজে ফিরতে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও রাস্তায় জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযান করেন তাঁরা। সঙ্গে প্রতীকী মস্তিষ্ক এবং প্রতীকী চোখ নিয়ে 'স্বাস্থ্যভবন সাফাই অভিযানে' নামেন তাঁরা। প্রতিবাদের এমন ভাষা দেখে রীতিমতো আপ্লুত তাঁদের সঙ্গে পা মেলানো অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
'আমার দারুণ লাগছে', অকপট সুদীপ্তা চক্রবর্তী
কখনও প্রতীকী শিরদাঁড়া, কখনও প্রতীকী মস্তিষ্ক ও চোখ নিয়ে আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের প্রতিবাদের এমন 'ভাষা' দেখে সুদীপ্তার প্রতিক্রিয়া, 'ডাক্তার তো, ডাক্তারি পড়াশোনা করেছে তো, প্রচুর বুদ্ধি ওঁদের। ওঁদের থেকে শিখছি আমরা যে কেমন করে প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদে ঝাঁঝ আছে, সেই প্রতিবাদ বুদ্ধিদীপ্ত, এতে মজা আছে। এই প্রতিবাদে অদম্য জেদ আছে। ওঁরা যেভাবে গোটা বিষয়টা সামলাচ্ছে আমার দারুণ লাগছে।' গোটা ঘটনায় সুদীপ্তা বলেন, 'ছোটবেলা থেকে তাই শিখেছি যে অভিভাবক নির্দেশ দিলে সেটা মানতে হয়। কিন্তু অভিভাবককেও তাহলে অভিভাবকের মতো কাজ করতে হয়। আমাদের রাজ্যের অভিভাবকের থেকে যেহেতু অভিভাবক সুলভ ব্যবহার পেলাম না, তাই তাঁর কথা মানতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।'
এর আগে, লালবাজার অভিযানের সময়ও প্রতীকী মেরুদণ্ড নিয়ে হেঁটেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়ার সময়ও টেবিলে বসানো ছিল সেই মেরুদণ্ড। এবার প্রতীকী মস্তিষ্ক এবং প্রতীকী চোখ ব্যবহারের পক্ষে যে যুক্তি উঠে এসেছে, তা হল, 'স্বাস্থ্যভবন সাফাই অভিযান'।
আরও পড়ুন: Kolkata News: পাটুলিতে চিকিৎসককে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল কর্মী
জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় যে ময়লা, দুর্নীতি এবং আবর্জনা রয়েছে, তা পরিষ্কার করাই লক্ষ্য তাঁদের। সেই জন্যই প্রতীকী মস্তিষ্ক বা মস্তিষ্কের মডেল নিয়ে রাস্তায় নেমেছেন, যাতে মাথা খাটিয়ে ব্যবস্থা নেওয়া যায় দুর্নীতি, অব্যবস্থার বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসকরা বলছেন, বিচারের পক্ষে বুদ্ধির প্রয়োগ করতে হবে, বিচারের বিরুদ্ধে নয়। স্বাস্থ্য পরিকাঠামোতেও সংশোধনের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, এই প্রতীকী মস্তিষ্ক আসলে স্বাস্থ্য সচিব এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার, যা গত দু'-তিন বছরে ব্যবহার করা হয়নি। সাফাই অভিযানে ঝাড়ু নিয়েও শামিল হয়েছেন অনেকে। সেই নিয়ে প্রশ্ন করলে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার বলেন, 'অনেকে বলছিলেন, পুলিশকে তো শিরদাঁড়া দিলে, নিজেদের ডিপার্টমেন্টে যে দুর্নীতি, তার বিরুদ্ধে কবে সরব হবে? আজ সেই সরব হওয়ার দিন।' ছোটবেলায় 'সহজ পাঠে' যে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিনের কথা পড়েছিলেন, আজ এই মঙ্গলবারে স্বাস্থ্যভবনে সেই সাফাই অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।