প্রকাশ সিনহা, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : এবার আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ । আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার করা হল তাঁকে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই।


সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুই জনকেই একই মামলায় একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে আগেই দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। এবার ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করা হল। তবে সূত্রের খবর, তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এছাড়া বারবার যে অভিযোগটা উঠছে, এফআইআর করতে দেরি করা হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা পর এফআইআর করা হয়েছিল। এছাড়া সিবিআইয়ের আইনজীবী বারবার সুপ্রিম কোর্টে দাবি করছিলেন, ঠিকমতো নমুনা সংগ্রহ করা হয়নি। অর্থাৎ, মিসিং অফ এভিডেন্স। একই অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। 


তদন্তভার হাতে পাওয়ার পর আরজি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষকে পর পর ১৪ দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দিনভর তাঁর জিজ্ঞাসাবাদ হত। পরে তাঁকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। সিবিআই আধিকারিকরা দাবি করেন, ১৪ দিনেও সঠিক তথ্য তুলে দেননি সন্দীপ ঘোষ। 


এদিকে সিবিআইয়ের তরফে বেশ কয়েকবার টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অসুস্থ বলে কিছুদিনের জন্য সময় চেয়ে নিয়েছিলেন। তাঁকে ফের নোটিস করা হয়। আজ তিনি দুপুর ৩টের সময় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। এরপর তদন্তকারী আধিকারিক তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। সিসি টিভি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রের খবর, কিছুক্ষণ আগে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর থেকে শুরু করে সিসি টিভি সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তাঁর কাছে বেশ কিছু নথিও চাওয়া হয়েছিল। আজও নথি নিয়ে সিজিওতে আসেন তিনি। তথ্য প্রমাণের বেশি কিছু গরমিল লক্ষ্য করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হল।


যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন টালা থানার ওসি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।