মুম্বই: অসুস্থ রতন টাটা। সোমবার সকালে হঠাৎই খবরটা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। জানা যায় তাঁর রক্তচাপ হঠাৎ করেই কনে যায়। তারপর তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের এক নামি হাসপাতালে। ৮৬ বছর বয়সী শিল্পপতির শারীরিক অবস্থা নিয়ে নানারকম চর্চা হতে শুরু করে। তবে এসব ভীতি অমূলক, চিন্তা করার কিছুই নেই, জানিয়েছেন রতন টাটা নিজেই, দাবি NDTV র রিপোর্টে। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন , আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ । কিন্তু চিন্তা করার মতো কিছুই হয়নি।
জানা গিয়েছিল , রতন টাটাকে রাত সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, তাঁর রক্তচাপ খুব কমে গিয়েছিল। তাই তাঁকে অবিলম্বে আইসিইউতে ভর্তি করা হয়। এও প্রকাশিত হয়, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শাহরুখ আস্পি গোলওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তবে এখন তিনি নিজেই এক্স- হ্যান্ডেলে পোস্ট করে জানান, এই খবরটি ভুল। তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন।
তিনি লেখেন , 'আমি আমার স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক রটনা সম্পর্কে সচেতন এবং সবাইকে আশ্বস্ত করতে চাই এই বলে যে, এই দাবিগুলি ভিত্তিহীন। আমার বয়স এবং সেই সংক্রান্ত কারণে আমি বর্তমানে মেডিকেল চেক-আপে আছি। উদ্বেগের কোনও কারণ নেই। আমি জনসাধারণ এবং মিডিয়াকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন : পার্ক স্ট্রিটের থানার রেস্ট রুমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত SI