সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন। এদিকে, অনশনের প্রায় ২ দিনের মধ্যে ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত হল বউবাজার এলাকা।  অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে বউবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা।

  


দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন।  গতকালই অনশনে যোগ দিয়েছেন আর জি কর মেডিক্যালের অনিকেত মাহাতো। জুনিয়রদের পাশে থেকে অনশনে সামিল সিনিয়র ডাক্তাররাও। ২৪ ঘণ্টা অনশন করবেন সিনিয়র ডাক্তাররাও, এমনটাই খবর। 


তবে শুধু চৌকি নয়, এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ।  বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি, ডেকরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত এদিন সকালে বায়ো টয়লেট তৈরি করেন আন্দোলনকারীরাই।                                                                          


আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, 'এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না, এটা হচ্ছে সরকারের সব থেকে বড় ন্যক্কারজনক  কাজ। একটা ন্যূনতম চাহিদা, যে আমরণ অনশনে বসেছেন, তাঁর ন্যূনতম  চাহিদা পূরণে বাধা দিচ্ছে। এর থেকে বাজে জিনিস বোধ হয় কোনও দেশের বা কোনও রাজ্যের কোনও  সরকার  কোনও দিন করেনি। এরা সেই রাস্তাটাকেও আজকে দেখিয়ে দিল। যে কলকাতা পুলিশ নীচে নামতে চাইলে কতটা নীচে নামতে পারে।' 


আরও পড়ুন, আদালতে চার্জশিট জমা দিল CBI, কার কার নাম রয়েছে সেখানে?


এদিকে সহমর্মিতা জানাতে বহু সিনিয়র চিকিৎস আসেন অনশনমঞ্চে। জুনিয়রদের সঙ্গে রিলে অনশনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে অনশনের।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে