কলকাতা: অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে কাল মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা। আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'। 



পুজোর মধ্যেই জুনিয়র ডাক্তারদের অনশনের ৩দিন পার। একের পর এক পদক্ষেপে রাজ্য সরকারের ওপর  চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। এদিন ধর্না মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকরা বলেন, 'অনশনে ডাক্তাররা, কিন্তু নির্লিপ্ত রাজ্য সরকার। এভাবে আমাদের ভাঙা যাবে না। কাজের যা গতি দেখছি, তাতে আমরা সন্দিহান। আমাদের বলা হচ্ছে কাজে ফিরে যাও, এটা অপমানজনক। মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম। শাসক দলের মুখপাত্ররাও আমাদের কটাক্ষ করছেন'। 


এদিকে, চাপ বাড়িয়ে আর জি কর মেডিক্যালের ৪০ ডাক্তারের 'গণ ইস্তফা' দিয়েছেন। এমনকী, আর জি কর মেডিক্যালের পর এবার গণ ইস্তফার হুঁশিয়ারি কলকাতা মেডিক্যালের অধ্যাপক-চিকিৎসকদের। 'কালকের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সদর্থক ভূমিকা নিন', না হলে গণ ইস্তফা, স্বাস্থ্য ভবনকে হুঁশিয়ারি কলকাতা মেডিক্যালের অধ্যাপক-চিকিৎসকদের। 


আরও পড়ুন, মহাপঞ্চমীতে শহরের রাজপথে চিকিৎসকদের জোড়া মিছিল, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ


যদিও নবান্নের তরফে জানান হয়, 'চিকিৎসকদের গণইস্তফা নিয়ে কোনও আলোচনা হয়নি। চিকিৎসকদের গণইস্তফার কোনও চিঠিও আসেনি। এদিন কিছুটা হুঁশিয়ারিও শোনা যায়। নবান্নের তরফে বলা হয়, 'গণ ইস্তফা দিলেই হয়না, ব্যক্তিগতভাবে সঠিক জায়গায় পদত্যাগ করতে হয়। তারপরেও সরকার ইস্তফা গ্রহণ না করলে, কাজ চালিয়ে যেতে হয়। সরকার ইস্তফা গ্রহণ করলে মিলবে না প্রয়োজনীয় সুবিধে। ভবিষ্যতে আর সরকারি চাকরিও পাওয়া যাবে না।'


অন্যদিকে, চার্জশিটে মাত্র একজনের নাম কেন, প্রশ্ন তুলে সিবিআই দফতর অভিযানের ডাক। আর জি কর কাণ্ডে সঠিক তদন্ত চেয়ে ফের সিবিআই দফতর অভিযানের ডাক। কাল CGO কমপ্লেক্স অভিযানের ডাক ডাক্তার-নার্সদের ৩টি সংগঠনের। কাল CGO কমপ্লেক্স অভিযানের ডাক সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি।                                                                         



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে