সন্দীপ সরকার, কলকাতা: অনশনের প্রায় ২দিন, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন। এরই মধ্যে সেই অনশনমঞ্চে এলেন প্রবাসীরা। এঁদের মধ্যে কেউ থাকেন নেদারল্যান্ডস, কেউ কানাডা, কেউ পোলান্ড, কেউ সুইজারল্যান্ড, কেউ মার্কিন মুলুকে। ছুটে এসেছেন সকলেই। দাবি একটাই- সুবিচারের।  


আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা, তাঁদের পাশে এসে দাঁড়ালেন প্রবাসীরা। এবিপি আনন্দকে এক প্রবাসী বলেন, 'বাংলায় যে নক্ক্যরজনক ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদ জানাতেই আসা। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। শুধু যে কলকাতায় এসে প্রতিবাদ জানাচ্ছি তা নয়। আমরা বিদেশে যে যেখানে থাকি সেখানেও একাধিক কর্মসূচী নেওয়া হয়েছিল, আগামী দিনেও হবে যতদিন না তিলোত্তমার বিচার পাচ্ছি। বাংলাকে ভালবাসি বলেই এই কর্মসূচী নিচ্ছি, বাংলাকে বদনাম করার জন্য নয়। তাই বাংলায় যে সামাজিক অবক্ষয় ঘটেছে তা ঠিক করার জন্য  রক্ষার জন্য যা করার।' 


দুর্গাপুজোয় বাড়ি ফেরার জন্য মুখিয়ে থাকেন প্রবাসীরা। তবে এবারে পুজোয় নয় 'উৎসবে' এসেছেন, এমনটাই জানিয়েছেন। এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্লোগানও দিতে দেখা যায়। সেটা করব। কানাডা থেকে আসা আরেক প্রবাসী বলেন, 'প্রথমে চিকিৎসকদের ধর্নামঞ্চে যাই। তারপর বউবাজারের এই ঘটনা শুনে এখানে ছুটে আসি। কানাডাতেও একাধিকবার প্রতিবাদ করেছি। বিচার না পেলে ওখানেই এই প্রতিবাদের সুর উঠবে। দাবি পূরণ না হলে এ যুদ্ধ চলতে থাকবে।' 


আরও পড়ুন, অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত! ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত বউবাজার


এদিকে, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। কাল বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব।                                                            



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে