কলকাতা: আর জি কর (RG Kar News) মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ? তদন্ত শেষ হয়নি জানিয়েও তদন্তের অভিমুখ বদল করতে চেয়ে আরও সময় চাইল সিবিআই। শিয়ালদা আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এবার তদন্ত হবে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে। চূড়ান্ত চার্জশিট জমা না পড়া পর্যন্ত আবেদন অর্থহীন, সিবিআইয়ের আর্জি নাকচ করে জানাল আদালত।
চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ?
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছে সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে শুধুমাত্র তারই নাম ছিল। ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এই মামলায় ফাইনাল ক্লোজিং সাবমিশন দেয় সিবিআই। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্ত কি শেষ?
শনিবার শিয়ালদা আদালতে আরও ৩ মাস সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি। তবে তদন্তের অভিমুখ বদল করতে চায় তারা। আদালতে সিবিআই জানিয়েছে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার তদন্ত হবে তথ্যপ্রমাণ লোপাট, বৃহত্তর ষড়যন্ত্র ও ধামাচাপা দেওয়ার অভিযোগ নিয়ে। এর জন্য ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। আবেদনে সিবিআই জানিয়েছে, যৌক্তিক সিদ্ধান্তে আসতে আরও কিছু সময় তাদের দরকার। এর পাশাপাশি, এই মামলার তদন্তের অগ্রগতি যে সুপ্রিম কোর্টের নজরে রয়েছে, শিয়ালদা আদালতে তাও জানিয়েছে CBI.
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি CBI. কিন্তু শিয়ালদা আদালতে তারা জানিয়েছে, ধর্ষণ-খুনের তদন্ত এখনও শেষ হয়নি। CBI-এর আর্জি নাকচ করে শিয়ালদা আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল জানিয়েছেন, চূড়ান্ত চার্জশিট এখনও জমা পড়েনি। অভিযুক্তপক্ষও কোনও আবেদন জানায়নি। তাই CBI-এর আবেদনের প্রয়োজন নেই। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আগামী সপ্তাহে সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: East Midnapore: চাঁদা নিয়ে বচসার জের, সামাজিকভাবে বয়কট ক্য়ান্সার আক্রান্ত রোগীর পরিবারকে