কলকাতা: অনিকেত, আলোকর পর এবার অসুস্থ অনুষ্টুপ। ধর্মতলার অনশনমঞ্চেই গুরুতর অসুস্থ। পেটে প্রবল যন্ত্রণা, রক্তক্ষরণ। ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে। ৮দিনে আমরণ অনশন। ৩জন অসুস্থ, সামিল আরও ২ জুনিয়র ডাক্তার। তবে ময়দানে থেকেই শেষ দেখে ছাড়বেন তাঁরা, এমনই বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 


জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দ বলেন, 'তিনটে ডাক্তার ৭ দিন অনশন করে আজ আইসিইউ-তে ভর্তি। এরপরও যদি আমাদের দাবিকে সরকারের মনে হয় অন্যায্য দাবি, বা আমরা অন্যায় দাবি করছি তাহলে সত্যি কিছু বলার নেই। একজন অনিকেত মাহাতো, একজন অনুষ্টুপ মুখোপাধ্যায়, একজন আলোক ভার্মা হাসপাতালে গেলে আরও ১০ জন অনিকেত, অনুষ্টুপ, আলোক-রা তৈরি আছে। আমাদের মনোবল অনড় আছে। যতক্ষণ না দাবি আদায় করতে পারছি ততক্ষণ ময়দান ছেড়ে যাব না। তাতে যদি সব্বাইকে বসতে হয় সবাই বসব।' 


একই সুর জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়ার গলাতেও । তিনি বলেন, 'একজন একজন করে আইসিইউ-তে ঢুকবে আর অস্বাস্থ্যকর স্বাস্থ্য ব্যবস্থাকে পরিশুদ্ধ করবে। আমাদের দাবিকে অন্যায় ভাবলে প্রশাসন ভুল ভাবছে। আমরা শেষ দেখে ছাড়ব। পাথর গলে জল হবেই।'                                  


এদিকে, আজ ১২ ঘণ্টার প্রতীকী অনশনে আইএমএ বেঙ্গলে। জট কাটাতে পদক্ষেপ করুন, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিল্লি এইমস, চন্ডীগড়ের পিজিআইয়ের চিকিৎসকদের। মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভালের ডাক ডাক্তারদের। 


জেলায় জেলায় প্রতীকী অনশন


এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ ইস্তফার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে সিদ্ধান্তের কথা জানালেন ডাক্তাররা। কাল থেকেই কাজ বন্ধ করছেন কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসক।


কলকাতায় ধর্মতলায় চলছে জুনিয়ার ডাক্তারদের অনশন। তার সমর্থনে এবার বহরমপুরে প্রতীকী অনশনে নাগরিক সমাজ। বহরমপুর রবীন্দ্রসদনের সামনে প্রতীকী অনশনে বসলেন সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষক, বুদ্ধিজীবীরা। রবিবার  সকাল ৭ টা শুরু হয় এই প্রতীকী অনশন । আরজি কর কান্ডে বিচারের দাবির সঙ্গেই উঠে আসছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দূরীকরণের দাবি। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে