কলকাতা: অভয়ার মায়ের নবান্ন অভিযানে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্ত্রী জাভেদ খান। অভয়াকে নিয়ে কি রাজনীতি করছেন মা? প্রশ্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রীর। তিনি বলেন,'যখন বিচার চলছে তখন ঝামেলার মধ্যে কেন গেলেন। রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছেন, সর্বত্র গিয়েছেন। কোথাও না কোথাও তো আস্থা রাখতে হবে। সিবিআই চেয়েছিলেন সেটা হয়েছে, তাহলে সিবিআই-কে প্রশ্ন করুন', অভয়ার মাকে নিশানা করে মন্তব্য কসবার তৃণমূল বিধায়কের।
আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার উপর হামলার অভিযোগে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপি পরিকল্পনা করে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অন্যদিকে নিহত চিকিৎসকের মায়ের উপর হামলার ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।নবান্ন অভিযানের দিন নিহত চিকিৎসকের মা বলেন, 'আমায় মেরেছে। কপালে মেরেছে। অনেক পুলিশ মিলে মেরেছে। রাস্তায় ফেলে মেরেছে।'
সন্তানের হত্যাকারীদের শাস্তি চেয়ে শনিবার পথে নেমেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। একবছর পরেও মেয়ের বিচার না মেলার অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কিছুটা পথ এগোতেই মার খেতে হয় সন্তানহারা দম্পতিকে। শনিবার থেকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন নিহত চিকিৎসকের মা। রবিবার সেই হাসপাতালে দাঁড়িয়েই ফের একবার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের বাবা।
ঘটনার দিন নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন,আমাকেও ধরেছিল কিন্তু আমাকে ধরে রাখতে পারেনি, আমার হাত, জামা, কাপড় দেখুন, আমার জুতোটার অবস্থা দেখুন, ছিঁড়ে ফেলেছে, যত জনসংখ্যা ছিল, তার থেকে অনেক বেশি পুলিশ ছিল, (স্ত্রীকে) মহিলা পুলিশ পাশে টেনে নিয়ে গিয়ে তারপরে মেরেছে।' এমনকী হাসপাতালের তরফে দেওয়া মেডিকো লিগাল রিপোর্ট নিয়েও প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের বাবা।
নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, 'মেন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল (শনিবার) আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টটায় যা লেখা ছিল, আজকে (রবিবার) যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম। যেমন বলছে যে একটা র্য়ালি থেকে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু, পুলিশ যে মেরে ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। গতকাল উল্লেখ ছিল।++ আমাদের আইনজীবী বলেছেন যে এটা আমরা আগামীকাল আমাদের হাইকোর্টে ডেট আছে, আমরা ওখানে উল্লেখ করব।'