সৌভিক মজুমদার, কলকাতা: পাঁচ মাস আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হয়েছিলেন। গার্ডেনরিচ এলাকার বাসিন্দা তাপসচন্দ্র পালের দাবি, তখন FIR নেয়নি পুলিশ। এরপরই শিয়ালদা আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত পুলিশকে রিপোর্ট পেশ করতে বলে। রিপোর্টে সন্দীপ ঘোষকে কার্যত ক্লিনচিট দেয় পুলিশ।


আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আর জি কর মেডিক্যালের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই, অভিযোগ, ঠিক সাড়ে ৪ মাস আগে তাঁকেই 'ক্লিনচিট' দিয়েছিল টালা থানা। তাহলে কি সন্দীপ ঘোষের মাথায় কোনও প্রভাবশালীর হাত থাকাতেই তাঁকে ছুঁতে চায়নি পুলিশ? 


এই প্রশ্ন উঠছে কারণ এক বছর ৫ মাস আগে, আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিই শুধু নন, চলতি বছরেই মাত্র ৪ মাস আগে গার্ডেনরিচ এলাকার বাসিন্দা তাপসচন্দ্র পাল আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হন। 


অভিযোগকারী তাপসচন্দ্র পালের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে 'স্কিলড ল্যাব' তৈরির জন্য বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনা। ক্যাম্পাসে 'ফুড স্টল' ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া। হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে চড়া দামে কেনা। স্নাতক ও স্নাতকোত্তরে কাউন্সেলিং-এর সময় আর্থিক তছরুপ, 'অ্যাকাডেমিক ফান্ডে'র অপব্যবহার, অবৈধ নিয়োগ ও অবৈধ পার্কিং চক্রের সঙ্গে আঁতাঁতের মতো একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ তিনি নিয়ে টালা থানার দ্বারস্থ হলেও, পুলিশ অভিযোগই নেয়নি। 


আরও পড়ুন, আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়! চোর চোর স্লোগান


অভিযোগকারী তাপসচন্দ্র পালের আরও দাবি, টালা থানা অভিযোগ না নেওয়ায়, শিয়ালদা আদালতের দ্বারস্থ হন তিনি। তখন আদালত টালা থানার কাছে রিপোর্ট তলব করে। ৫ এপ্রিল শিয়ালদা আদালতে রিপোর্ট পেশ করে পুলিশ। যেখানে এককথায় ক্লিনচিট দেওয়া হয় সন্দীপ ঘোষকে।  অভিযোগকারীর দাবি, পুলিশের তরফে আদালতে জানানো হয়, যা হয়েছে তা নিয়ম মেনেই। নিয়ম মেনেই টেন্ডার ডাকা হয়েছে। কোনও বিষয়েই একা সিদ্ধান্ত গ্রহণ করেননি আর জি কর মেডিক্য়াল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 


অভিযোগকারী তাপসচন্দ্র পালের দাবির প্রেক্ষিতে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে