RG Kar News Live: ফের কর্তব্যরত নার্সকে শাসানি, এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'!
RG Kar Protest: আরজি কর কাণ্ডের সব খবরের আপডেট। জেলারা নানা কোণের খবরের লাইভ আপডেট।
আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। আইএমএ কলকাতা শাখার সভাপতি এবং আইএমএ রাজ্য শাখাকে ই-মেল পাঠিয়ে পদত্যাগ, জানালেন কৌশিক বিশ্বাস। 'পদত্যাগের নেপথ্যে রয়েছে আর জি করকাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। আইএমএ হেডকোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়', অভিযোগ কৌশিক বিশ্বাসের
হুগলির খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কোনও কোনও জায়গায় প্রায় গলা সমান জল। মাথায় করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোলাঘাটের দেড়িয়াচক গ্ৰামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
আর জি কর-কাণ্ডের প্রায় দেড় মাস, এখনও অধরা বিচার। কলকাতা থেকে জেলা, দিকে দিকে প্রতিবাদ। নাগরিক সমাজ, বিশিষ্টজন, প্রাক্তন পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। বিচারের দাবিতে সরব সমাজের সব স্তরের মানুষ। উত্তরপাড়ায় মানববন্ধন।
প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর জি কর সহ অন্যান্য় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান। মানুষের পাশে দাঁড়াতে কুমোরটুলি থেকে যে ক্লিনিকের সূচনা, তাই এবার জেলায় জেলায়।
স্টুডিওপাড়াতেও এবার থ্রেট কালচারের অভিযোগ। আর তার জেরে কাজ না পেয়ে, কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ করল পরিবার। টলিপাড়ায় থ্রেট কালচার এখন জলভাত হয়ে গিয়েছে, এমনটাই দাবি করছেন অনেক কলাকুশলীরাই। আর কেশসজ্জা শিল্পীর এই ঘটনা, স্মৃতি উস্কে দিচ্ছে কয়েকমাস আগে পরিচালক রাহুল মুখোপাধ্য়ায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার।
MBBS-এর প্রশ্ন ফাঁসের পাশাপাশি, নম্বর বাড়িয়ে পাস করানো হয়েছে ফেল করা ছাত্রদের। আর জি কর-কাণ্ডের আবহে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে। নথি প্রকাশ করে এই অভিযোগ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।
রবিবার নন্দনে লঞ্চ হল কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। আর জি কর-কাণ্ডের আবহে গানের কথায় উঠে এসেছে মশাল-মিছিল, মানব বন্ধনের প্রসঙ্গ। যদিও এতে রাজনীতির রং লাগাতে নারাজ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক।
আর জি কর-কাণ্ডে ফের সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে সিবিআই। ইডির পর ফের সিবিআই, ফের তৃণমূলের চিকিৎসক-বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি
চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় ফের বিরূপাক্ষকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বেরোলেন প্রায় ৫ ঘণ্টা পর। সৌরভ, অভীককেও তলব। নথি নিয়ে হাজিরা টালা থানার SI চিন্ময় বিশ্বাসের।
পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন তমলুকের সাংসদ। দেড়িয়াচক গ্ৰামে বন্যার জল প্রবেশ করে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার, আশ্রয় নিয়েছে দেড়িয়াচক হাইস্কুলে। পরিবারের সঙ্গে দেখা করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনলেন মানুষের দুর্ভোগের কথা। মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমস্যার সমাধান না হলে তাঁবু খাটিয়ে এলাকাতেই থাকবেন, আশ্বাস তমলুকের বিজেপি সাংসদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও
ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা। গলায় মাঞ্জা সুতো জড়িয়ে গুরুতর জখম পুলিশ কর্মী। মা উড়ালপুল দিয়ে বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনা। আহত শাহনওয়াজ আলি বিধাননগর পুলিশে কর্মরত
চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় ফের বিরূপাক্ষকে সিবিআই জিজ্ঞাসাবাদ। ৫ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন বিরূপাক্ষ বিশ্বাস। সন্দীপ ঘনিষ্ঠ সাসপেন্ডেড পিজিটি অভীককেও ফের সিবিআই তলব । গতকালের পর আজ ফের বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ সৌরভ পালও। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে কী করছিলেন? কারও নির্দেশে কি নিজেদের হাসপাতাল ছেড়ে আর জি কর মেডিক্যালে? জানতে অভীক-বিরূপাক্ষদের আজ ফের তলব সিবিআইয়ের: সূত্র । টালা থানার SI চিন্ময় বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
আর জি করকাণ্ডের প্রতিবাদে সখেরবাজার থেকে বেহালা থানা পর্যন্ত মিছিল বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের। আর জি করকাণ্ডের প্রতিবাদে দক্ষিণাপন থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল কারমেল স্কুলের প্রাক্তনীদের।
'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে', বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শনের পর মন্তব্য তৃণমূল সাংসদ দেবের। আজ, রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে পৌঁছে গিয়েছিলেন সাংসদ দেব। একদিকে চলছে তাঁর নতুন ছবি 'খাদান'-এর শ্যুটিং। সেই ব্যস্ততা থাকলেও, বন্যা পরিস্থিতিতে ঘাটালের পাশে থাকার চেষ্টা করছেন দেব। এর আগেও তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন দেব। আর রবিবার ফের তাঁকে দেখা গেল তাঁর নির্বাচনী এলাকায়।
ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের বরাত তৃণমূল নেতার! চাঞ্চল্যকর দাবি ভাটপাড়া থানার হাতে গ্রেফতার দুষ্কৃতীর, ভাইরাল ভিডিও। ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও স্বাস্থ্য দফতরের পুর পারিষদ সাহেব ওরফে নুরে জামালকে খুনের চক্রান্ত ! ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে অভিযোগ। ভিন রাজ্য থেকে আনা হয়েছিল দুষ্কৃতী, বরাত দেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকার, দাবি ধৃতের। তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু চাপানউতোর
নিরাপত্তার আশ্বাসই সার, ফের কর্তব্যরত নার্সকে শাসানি। আর জি করের নিহত চিকিৎসকের পরিণতির হুমকির অভিযোগ। চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য। গ্রেফতার অভিযুক্ত।
এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা হেয়ার ড্রেসারের! সিলেকশনের বদলে ইলেকশন চাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশন। 'একের পর এক কাজ হাতছাড়া হওয়ায় আত্মহত্যার চেষ্টা', দেনায় জর্জরিত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা হেয়ার ড্রেসারের, দাবি পরিবারের।
IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার। আরজি কর কাণ্ডে নাম জড়ানোয় ৩ চিকিৎসকে বের করে দেওয়া হল বৈঠক থেকে। বৈঠক থেকে বের করে দেওয়া হল তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়ঙ্কা রানাকে। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সুশান্ত রায়ের সঙ্গে আর জি করে গিয়েছিলেন তাপস চক্রবর্তী। সেমিনার রুমে ঢুকে তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে। বৈঠক থেকে বের করে দেওয়া হয় কল্যাণী গান্ধী মেমোরিয়ালের চিকিৎসক জয়া মজুমদারকে। বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু প্রিয়ঙ্কা রানাকেও বের করে দেওয়া হয় বৈঠক থেকে। ৩ চিকিৎসকে ঘিরে ধরে বিক্ষোভ, গালিগালাজের অভিযোগ। বৈঠকে ছিলেন IMA-র রাজ্য শাখার সেক্রেটারি সস্ত্রীক শান্তনু সেন
ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর। অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার প্রতিবাদে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির।
'মার খেয়ে নয়, মেরে আসবেন, বাকিটা আমি বুঝে নেব, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা বুঝে নেব, মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলেছিলেন, সাপ ফোঁস করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন', মুখ্যমন্ত্রীর ফোঁস-মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ সুকান্ত মজুমদারের। উপনির্বাচনেও হারবে বুঝে উল্টোপাল্টা বলছেন, কটাক্ষ তৃণমূল সাংসদের।
'মানসিংহ কমিটি অনুযায়ী ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয়, পুরনো প্ল্যানে চললে, অর্ধেক ঘাটাল নদী হয়ে যাবে, নতুন পরিকল্পনা অনুযায়ী ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে, আমি জিতে গেছি মানেই ঘাটাল মাস্টার প্ল্য়ান হয়ে যাওয়া নয়, ৩ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্য়ান সম্ভব নয়, অন্তত ৫ বছর লাগবে, আমি বিশ্বাস করি, রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করবে, মমতা বন্দ্যোপাধ্য়ায় কথা দিয়েছেন, সেই শর্তেই রাজনীতিতে ফেরা', জানিয়েছেন দেব।
ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর। অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার প্রতিবাদে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। 'বেনজির ভাবে জল ছাড়ার কারণে প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা', প্রতিবাদ জানিয়ে ডিভিসি-র চেয়ারম্যানকে পদত্যাগপত্র রাজ্যের প্রতিনিধির। মুখ্যমন্ত্রী ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারির পরই পদত্যাগ রাজ্যের প্রতিনিধির।
বন্যা কবলিত পাঁশকুড়ার কনকপুরেও খোলা হয়েছে অভয়া ক্লিনিক। আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স মিলিয়ে ৪০ জন এসেছেন। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর, যেখানে কংসাবতী নদীর বাঁধ ভেঙেছিল, এদিনও সেখানেও মেডিক্যাল ক্যাম্প করা হয়।
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে পৌঁছলেন সাংসদ দেব। স্পিড বোটে করে ঘুরে দেখছেন জলবন্দি এলাকা। এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, পাওয়া যাচ্ছে না পানীয় জল। উদ্বেগজনক পরিস্থিতি ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
এবার টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের ময়নাতদন্ত-বিতর্কে টালা থানাকে নিশানা। 'সন্ধে ৬টার পর ময়নাতদন্ত করা যায় না, তা সত্ত্বেও ওসি তাড়াতাড়ি ময়নাতদন্তের সুপারিশ করেছিলেন, রক্ষকই ভক্ষক, পুলিশই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এই থানা রেখে লাভ নেই, তালা লাগিয়ে দেওয়া হোক', হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
ডিভিসি-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের ৪ পাতার চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে মোদিকে চিঠি মমতার। 'রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি-র জল ছাড়ে, এই দাবি মানতে পারছি না, সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফা ভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, কোনও কোনও সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানোও হয় না, সম্প্রতি মাত্র সাড়ে ৩ ঘণ্টা আগে নোটিস দিয়ে ৯ ঘণ্টা ধরে জল ছাড়া হয়েছে, বারবার ডিভিসি-র চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি, কেন্দ্রীয় মন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ সত্য নয়', গত কয়েকদিন ধরে ডিভিসি-র জল ছাড়া প্রসঙ্গে চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।
নিরাপত্তার আশ্বাসই সার, ফের হুমকির শিকার কর্তব্যরত নার্স! আরজি কর মেডিক্যালের নিহত ডাক্তারের পরিণতি করার হুমকির অভিযোগ। এবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে 'হুমকির শিকার' কর্তব্যরত নার্স। প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকিরও অভিযোগ রোগীর আত্মীয় বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় বিরূপাক্ষ-অভীকদের ফের তলব। গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব সিবিআইয়ের। সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস ও সৌরভ পাল। অভীক দে-কেও আজ ফের সিজিও কমপ্লেক্স হাজিরার নির্দেশ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি করে কী করছিলেন অভীক-বিরূপাক্ষরা? কারও নির্দেশে কি নিজেদের হাসপাতাল ছেড়ে আর জি কর মেডিক্যালে গিয়েছিলেন? জানতে অভীক-বিরূপাক্ষদের আজ ফের তলব সিবিআইয়ের, খবর সূত্রের। সিজিও দফতরে পৌঁছলেন টালা থানার SI চিন্ময় বিশ্বাস।
৫ দিন কেটে গেলেও, এখনও জলমগ্ন হুগলির খানাকুল। মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোড়ি, ঘোড়াদহ, পোল-সহ বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। বাড়ির একতলায় জল, রাস্তায় বুক সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। উঁচু রাস্তায় তাঁবু খাটিয়ে রয়েছেন অনেকেই। এর মধ্যেই খানাকুলে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে। ৫ দিন ধরে বন্যার কবলে, খাবার ও পানীয় জলের সঙ্কট চরমে। প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হলেও, এখনও নিখোঁজ ৯ জন মৎস্যজীবী। গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়।৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, খোঁজ মেলেনি ৯ জন মৎস্যজীবীর। গতকাল দুুপুর থেকে শুরু হয় উদ্ধারকাজ। ট্রলার টেনে আনার চেষ্টা হলেও, সমুদ্র উত্তাল থাকায় বারবার বাধার মুখে পড়তে হয়। আজই নামখানার কোনও জায়গায় ট্রলারটিকে নিয়ে আসা হবে। নিখোঁজ মৎস্যজীবীরা ট্রলারের কেবিনে আটকে রয়েছেন বলে অনুমান। প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছে ৯টি পরিবার।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় স্লোগান লেখা নিয়ে বিবাদ। দমদম পার্কে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসা প্রতিবাদীদের। বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলরও। এই ঘটনায় আজ দমদম পার্ক বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন, APDR. তাদের অভিযোগ, শুধু দমদম পার্ক নয়, রাজ্য়জুড়ে বিভিন্ন জায়গায় শাসকদল ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদীদের আক্রমণ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে, আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে APDR.
গানে-ছবিতে-নাটকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে জমায়েত। গান গেয়ে, ছবি এঁকে, নাটকের মাধ্যমে প্রতিবাদে শামিল হন বিশিষ্টরা।
আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদ, শামিল হল নির্যাতিতার পরিবার।নৃশংস খুনের ঘটনার পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সোদপুরের ট্রাফিক মোড়ে বিটি রোডের ওপর প্রতিদিনই প্রতিবাদ চলছে। প্রতিবাদে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। সেই প্রতিবাদেই গতকাল যোগ দেয় নিহত চিকিৎসকের পরিবার। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রতিবাদের ভাষা যতই মোছা হোক, মানুষের মন থেকে তা মোছা যাবে না, জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা।
এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। উদ্বেগজনক পরিস্থিতি ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
মার খেয়ে মেরে আসবেন, বাকিটা আমি বুঝে নেব। সাপ ফোঁস করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। বাঁকুড়া শহরের মাচানতলায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মীদের পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দিলেন টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি। বিভিন্ন জেলাতেই পুলিশ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে দেবেন, দলের মহিলা মোর্চাকে পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাগলের প্রলাপ, এমন মানুষ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এটা বাংলার দুর্ভাগ্য, সামনে উপনির্বাচন আছে, তাই ভুলভাল বকছেন, সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অন্যদিকে, এদিন পুরসভা পরিচালিত অনুষ্ঠান মঞ্চের গেট তালাবন্ধ থাকায়, গেট টপকে ঢোকেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশ ও মহকুমা শাসকের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা তালা খোলেনি, অভিযোগ সুকান্ত মজুমদারের। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, গোটাটাই বিজেপির নাটক।
মার খেয়ে মেরে আসবেন, বাকিটা আমি বুঝে নেব। সাপ ফোঁস করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। বাঁকুড়া শহরের মাচানতলায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মীদের পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দিলেন টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি। বিভিন্ন জেলাতেই পুলিশ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে দেবেন, দলের মহিলা মোর্চাকে পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাগলের প্রলাপ, এমন মানুষ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এটা বাংলার দুর্ভাগ্য, সামনে উপনির্বাচন আছে, তাই ভুলভাল বকছেন, সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অন্যদিকে, এদিন পুরসভা পরিচালিত অনুষ্ঠান মঞ্চের গেট তালাবন্ধ থাকায়, গেট টপকে ঢোকেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশ ও মহকুমা শাসকের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা তালা খোলেনি, অভিযোগ সুকান্ত মজুমদারের। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, গোটাটাই বিজেপির নাটক।
মার খেয়ে মেরে আসবেন, বাকিটা আমি বুঝে নেব। সাপ ফোঁস করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। বাঁকুড়া শহরের মাচানতলায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মীদের পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দিলেন টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি। বিভিন্ন জেলাতেই পুলিশ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে দেবেন, দলের মহিলা মোর্চাকে পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাগলের প্রলাপ, এমন মানুষ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এটা বাংলার দুর্ভাগ্য, সামনে উপনির্বাচন আছে, তাই ভুলভাল বকছেন, সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অন্যদিকে, এদিন পুরসভা পরিচালিত অনুষ্ঠান মঞ্চের গেট তালাবন্ধ থাকায়, গেট টপকে ঢোকেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশ ও মহকুমা শাসকের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা তালা খোলেনি, অভিযোগ সুকান্ত মজুমদারের। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, গোটাটাই বিজেপির নাটক।
আর জি কর হাসপাতালের চিকিৎসকের মতো পরিণতি করে দেব,এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, রক্তাল্পতার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক রোগী। অভিযোগ, গতকাল রাতে নার্সদের বচসায় জড়ান তাঁর আত্মীয় আরিফ আলি। আর জি করের চিকিৎসকের পরিণতি করে দেওয়ার হুমকি এবং প্রভাব খাটিয়ে নার্সদের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন রোগীর আত্মীয়।এই নিয়ে উত্তেজনা ছড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে রোগীর আত্মীয়কে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।
পুজোর স্টলের সামনে বিচার চেয়ে গ্রাফিতি লিখতে বাধা। দমদম পার্কে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ। 'উই ওয়ান্ট জাসটিস' লেখা যাবে না বলে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু লেখার অন্য জায়গা আছে, এখানে কেন?' বাম-বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে, দাবি উদ্যোক্তাদের।
বিচারের দাবিতে 'রাত দখল', আয়োজকদেরই পুলিশের নোটিস! যৌথভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে FIR! জামিন অযোগ্য-সহ ৩টি ধারায় আয়োজকদের বিরুদ্ধে FIR! ৪ সেপ্টেম্বর বেহালায় রাত দখল কর্মসূচি, ৫ আয়োজককে নোটিস ১৯ সেপ্টেম্বর ৫ আয়োজককে নোটিস, ৭দিনে ঠাকুরপুকুর থানায় তলব> রাস্তা আটকে প্রতিবাদ ও জাতীয় সড়ক আইনের ভিত্তিতে মামলা। 'পুলিশকে জানিয়েই সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচি', ভয় দেখাতেই পদক্ষেপ পুলিশের, দাবি আন্দোলনকারীদের। '২ ঘণ্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল', সেই কারণেই পদক্ষেপ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশের।
এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় থ্রেট কালচার! সিলেকশনের বদলে ইলেকশন চাওয়ায় কেশসজ্জা শিল্পীর কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের বিরুদ্ধে। কাজ না পেয়ে দেনার দায়ে জর্জরিত হয়ে গতকাল বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই হেয়ার ড্রেসার, এমনই অভিযোগ পরিবারের। এই ঘটনায় গিল্ডের ১১ জনের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে হেয়ার ড্রেসারের পরিবার।
আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়ো মেডিক্য়াল বর্জ্য় বেআইনিভাবে বিক্রির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবার এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এল এমন এক গোডাউনের ছবি, যেখানে রমরমিয়ে চলছে বায়ো মেডিক্যাল বর্জ্য পুনর্ব্য়বহারের চক্র।
'বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে, বাঘ খাঁচায় থাকলে, হায়না-শিয়ালরা চিৎকার করে, বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে', অনুব্রত মণ্ডল জামিন পেতেই মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের।
কলেজের বাইরে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে ২ ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্য়াপীঠের অধ্যাপক ও তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে। পাল্টা শ্যামল সাঁতরার অভিযোগ প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী। তাই ক্লাস থেকে বের করে দিয়েছেন তিনি। ঘটনার প্রতিবাদে শনিবার কলেজ চত্বরে বিক্ষোভে নামেন পড়ুয়াদের একাংশ।
প্রেক্ষাপট
জুনিয়র চিকিৎসকদের ধর্না অবস্থান উঠতেই শনিবার তাঁদের লেখা প্রতিবাদের ভাষা মোছার আপ্রাণ চেষ্টা দেখা গেল স্বাস্থ্য় ভবন চত্বরে। কোথাও পড়ল আলকাতরার পোঁচ, কোথাও নতুন রঙে ঢাকা হল প্রতিবাদের ভাষা। এনিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলছেন, তাঁদের প্রতিবাদের ভাষা মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাকে আর মোছা সম্ভব নয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
চিকিৎসকের ধর্ষণ-খুনের ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে টানা ৪২ দিনের কর্মবিরতির পর শনিবার থেকে কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি বিভাগে পরিষেবা দিচ্ছেন তাঁরা। আউটডোর বা অ-জরুরি পরিষেবা দিচ্ছেন না। কিন্তু ITU, ICU-তে আগের মতোই সিনিয়র চিকিৎসকদের সহযোগিতা করবেন জুনিয়র ডাক্তাররা।
কলেজের বাইরে আর জি কর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে ২ ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্য়াপীঠের অধ্যাপক ও তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে। পাল্টা শ্যামল সাঁতরার অভিযোগ প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী। তাই ক্লাস থেকে বের করে দিয়েছেন তিনি। ঘটনার প্রতিবাদে শনিবার কলেজ চত্বরে বিক্ষোভে নামেন পড়ুয়াদের একাংশ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় স্লোগান লেখা নিয়ে বিবাদ। তুমুল উত্তেজনা দমদম পার্কে। পুজোয় স্টল বসাতে সমস্যা হবে। এই অভিযোগে স্লোগান লেখায় আপত্তি তোলেন কয়েকটি পুজো কমিটির কর্তারা। প্রতিবাদীদের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল কাউন্সিলরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -