কলকাতা: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার CBI-এর উপর চাপ বাড়াল তৃণমূল। গত সপ্তাহে চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তভার সিবিআইয়ের উপর দেয় কলকাতা হাইকোর্ট। গতকাল সুপ্রিম কোর্টে গিয়েছে এই মামলা। এবার সোশ্যাল মিডিয়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন ছুড়ল তৃণমূল।                       


আরজি কর মেডিক্য়াল কলেজে, মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এই ঘটনার চারদিন পর হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকের পরিবার। তাঁদের অভিযোগ ছিল, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকের পরিবার। নিহত আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন তাঁরা। পাশাপাশি, দায়ের হয় আরও ৫টি জনস্বার্থ মামলা। কলকাতা পুলিশের তদন্তে আস্থা না রেখে, সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। এরপর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। আগামীকালের মধ্যে চাওয়া হয়েছে স্টেটাস রিপোর্ট। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এই নিয়ে ষষ্ঠ দফায় জিজ্ঞাসাবাদত করছে সিবিআই। আর এবার তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। এদিন তৃণমূলের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়,  '১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না। আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' 


 






আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ, খুন থেকে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে একগুচ্ছ কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন করে, 



  • কেন এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হল? 

  • ভোরে ঘটনায় রাতে FIR হল কেন?

  • কীভাবে হাসপাতালে ঢুকে হামলা করল বহিরাগতরা?

  • কী করছিল পুলিশ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Hooghly News: আলোর জগতে হঠাৎ আঁধার, প্রয়াত আলোক শিল্পী বাবু পাল