কলকাতা : ২০২৪ এ তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে গঠন করা হল সিট ! অথচ ২০২৩ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ মারাত্মক সব অভিযোগ উঠেছে। আরজিকর হাসপাতালে নানারকম দুর্নীতির অভিযোগে কিং-পিন হিসেবে নাম উঠে আসে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সে সময় কোনও উদ্যোগ নেয়নি রাজ্য । বরং বদলি হয়েও বারবার আর জি করের মাথায় ফিরেছেন সন্দীপ।
আর জি করে আর্থিক দুর্নীতি নিয়ে গত বছরই ইডি - কে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবারও তিনি এই দুর্নীতিতে ইডি-তদন্তের দাবি করেছেন। এবার শুধু বিজেপি নয়, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-তদন্তের আর্জি জানালেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বুধবার আদালতের দ্বারস্থ হয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন আখতার আলি। মামলা দায়েরের অনুমতিও দিল আদালত। সন্দীপের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। সব কটি ক্ষেত্রেই ইডিকে দিয়ে তদন্ত করানো হোক, আর্জি প্রাক্তন ডেপুটি সুপারের।
অভিযোগ, ' শুধু আর্থিক দুর্নীতি নয়, ওনার অনেক দুর্নীতি আছে। বায়ো মেডিক্যাল স্ক্যাম ... ডেডবডি স্ক্যাম ... ওনার যা যা আছে, সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আমাকে হাইকোর্টে আসতে হল এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম।'
এখানেই থেমে থাকেননি তিনি। একের পর এক অভিযোগ আনেন তিনি আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ, 'ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেনসন্দীপ । ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে পেটোয়া ছাত্রদের বখিয়ে দেওয়া, তাদের অন্যায়ে উৎসাহ দেওয়ার মতো অভ্যেস ছিল তাঁর। সন্দীপের ঘনিষ্ঠ ছাত্ররা আবার অন্য ছাত্রদের ওপর নির্যাতন করত। তাঁদের মারধর করা, টাকা তোলার অভিযোগও করেছেন আখতার আলি। তিনি জানান, এর আগেও ছাত্ররা এক মাসের ওপরে আন্দোলন করেছে এই সব দুর্নীতির বিরুদ্ধে। তাঁর কথায় ' ছাত্ররা কুকুরের মতোন ওনাকে তাড়া করেছিল। তখনও কিন্তু সরকার কোনও ব্যবস্থা নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন।'
এবার আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পরই ফের আতসকাঁচের তলায় চলে এসেছে সন্দীপ ঘোষের ভূমিকা। দীর্ঘদিন এ নিয়ে কোনও পদক্ষেপ করা না হলেও, ধর্ষণ-খুনের পর আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে SIT গঠন করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর