অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে সরব শিল্পীরা। মোমবাতি জ্বেলে বিচারের দাবিতে প্রতিবাদের ডাক আর্টিস্ট ফোরামের (Artist Forum)। এদিনের আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। তাঁর বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। সেখান থেকে এসে আন্দোলনে যোগ দেন তিনি, দাবি তোলেন ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার সপক্ষে।


আরজি কর কাণ্ডে দেবের প্রতিক্রিয়া


আর্টিস্ট ফোরামের প্রতিবাদে সামিল হলেন টলিউড তারকা ও সাংসদ দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, 'পুরো ব্যাপারটা তদন্তের অধীনে রয়েছে। আমি মনে করি ভারতের সবচেয়ে ভাল সংস্থা, সিবিআই এর তদন্ত করছে। যে কোনও তদন্তকে একটু সময় দেওয়া উচিত বলে মনে করি। দুঃখজনক যে কলকাতা পুলিশ মাত্র ২-৩ দিন সময় পেয়েছিল। আমি মনে করি সিবিআই যা বলবে এই তদন্তের বিষয়ে তাই বিশ্বাস করা উচিত। অবশ্যই গোটা দেশ অপেক্ষায় আছে যে আরজি কর কাণ্ডে যারা যারা দোষী তাদের যেন ফাঁসি হয় এবং যারা যারা এই অপরাধে সাহায্য করেছে, মানে যারা তথ্য লোপাট ইত্যাদি করেছে তারা যেন যাবজ্জীবন সাজা পায়। আরও গুরুত্বপূর্ণ বিষয়, শুধুই কি আরজি কর? ১৪ দিনে ১৪০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেল। মানুষের মধ্যে ভয় নেই? একটা ঘটনা নিয়ে এত আন্দোলন হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না? আমার মনে হয় সময় এসে গিয়েছে আমাদের সকলকে একত্রিত হয়ে এক্ষুনি ভারতে ধর্ষকদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। আজ সমস্ত দলকে একত্রিত হয়ে মৃত্যুদণ্ডের হয়ে আওয়াজ তোলা উচিত।'


আরও পড়ুন: Purba Medinipur News: 'কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে', স্কুল পড়ুয়াদের মিছিলে নিষেধাজ্ঞা পূর্ব মেদিনীপুরে; বিতর্ক


এদিন পাওলি দাম বলেন 'বিচার পাব কি না জানি না, প্রতিবাদ করব যতটা আমাদের পক্ষে সবচেয়ে বেশি করা সম্ভব। বৃষ্টি রোদ জল যাই থাকুক না কেন, পথে নামছি আমরা। তার একটাই কারণ, ২০২৪ সালে দাঁড়িয়ে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন... শুধু কাজের ক্ষেত্রে মেয়েদের বলব না, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনও মানুষের নিরাপত্তা চাই। নিরাপত্তা আমার বাড়ি থেকে শুরু হবে। রাস্তায় বেরোলে নিরাপত্তা চাই। কাজের ক্ষেত্রে যেন শান্তিতে কাজ করতে পারি সেই নিরাপত্তা চাই। কেন এই প্রশ্ন উঠবে? এরকম একটা জঘন্য ঘটনা, কলকাতার বুকে, আমার প্রিয় শহরে, আমার বড় হয়ে ওঠার শহরে ভাবতেই পারছি না। আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। সেখানে এমন ঘটনা ভাবা যায় না। আরও একটি বিষয়, আমাদের আরও কঠিন আইনের প্রয়োজন। আর সেগুলো নির্যাতিতাদের পক্ষে এক্ষুনি কার্যকর হওয়া প্রয়োজন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।