অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : নির্যাতিতার শরীর জুড়ে আঘাতের চিহ্ন। দু গাল, গলা, ঠোঁটে আঘাত। থাইরয়েড কার্টিলেজ থেঁতলে দেওয়া, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। যৌনাঙ্গ থেকে প্রায় দেড়শো গ্রাম দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে! আরজি কর মেডিক্য়ালে চিকিৎসক খুনের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে এমনই তথ্য় উঠে এসেছে । বোঝাই যাচ্ছে বৃহস্পতিবার রাতে কী ভয়াবহ অত্যাচার হয়েছিল তাঁর উপর।
নেপথ্য়ে কি আরও কারও হাত?
আর জি করের হাড় হিম করা ঘটনায় পুলিশ এখনও অবধি একজনকে গ্রেফতার করেছে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পক্ষে কি একা এই ঘটনা ঘটানো সম্ভব? এই রিপোর্ট থেকে বহু চিকিৎসক সহযোগীরই ধারণা, এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাই প্রশ্ন উঠছেই , সেখানে কি আরও কেউ ছিল? নেপথ্য়ে কি আরও কারও হাত রয়েছে?
পড়ুয়া- চিকিৎসকদের বক্তব্য
ডার্মাটোলজি ডিপার্টমেন্টের এক জুনিয়র রেসিডেন্টের কথায় , 'এটা যে একজনের কাজ না, সেটা তো এখন ময়নাতদন্তের রিপোর্ট বা যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেটা থেকে খুবই পরিষ্কার বোঝাই যাচ্ছে । আমরা যেটা চাইছি একজন না বহুজন আর কে কে এর পিছনে আছে, সেটা যেন বাইরে আসুক ... কোনও একজন একা মানুষের ক্ষেত্রে এতটা করা সম্ভব নয়।'
রবিবার X হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যে ভাইরাল অডিও পোস্ট করেন, সেখানেও ২ ব্যক্তির কথোপকথনে এই বক্তব্য উঠে আসে। সেখানে এক কণ্ঠকে দাবি করতে শোনা যায়,' পোস্টমর্টেম রিপোর্টে যেরকম আঘাত আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, কমপক্ষে দুই বা তিন জন। 'তাঁকে আরও বলতে শোনা যায়,' দাদা অনুমান করছি এটা ইন্টার্নের কাজ ... যথেষ্ট রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে। তার পরিবারের সদস্য়রাও যথেষ্ট উচ্চপদস্থ ঠিক আছে। নাম নিতে পারব না। কারণ না হলে আমারই সমস্য়া হয়ে যাবে।'
আরও এক আন্দোলনকারী চিকিৎসকের দাবি, কিছু রাঘব বোয়ালকে আড়াল করার জন্য কিছু চুনোপুঁটি মারা হচ্ছে।
ইতিমধ্যে নির্যাতিতার পরিবারও দাবি করেছে, কলেজের ভেতরের কেউ এর সঙ্গে যুক্ত। সেখান থেকেই পরিষ্কার, এই ঘটনার পিছনে যে একা সঞ্জয় নয়, রয়েছে আরও ব্যক্তি, তেমনটা সন্দেহ করছেন মৃত চিকিৎসকের অভিভাবকও।
শুক্রবার রাতেই INQUEST অর্থাৎ সুরৎহাল রিপোর্ট উল্লেখ করা হয়েছিল, নিহত চিকিৎসকের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাহলে কে সেই ভেতরের ব্যক্তি ? উত্তর কি মিলবে পুলিশের তদন্তে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :