কলকাতা: দীর্ঘক্ষণের মিটিংয়ে কী কী আলোচনা হল? কলকাতা পুলিশের কমিশনার, ডিসি নর্থ থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এছাড়া কী কী আলোচনা হয়েছে?
কী কী হয়েছে মিনিটস অফ মিটিংয়ে?
১. হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা আটসাঁট করার জন্য পরিকাঠামো উন্নতির জন্য রাজ্যের তরফে ১০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সিসিটিভি বসানো, শৌচাগার তৈরির মতো কাজের জন্য এই টাকা দেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
২. রোগী কল্যাণ সমিতিকে ঢেলে সাজানো হবে। সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে রোগী কল্যাণ সমিতি।
৩. মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। একটি টাস্ক ফোর্স তৈরি করা হবে। সেখানে নেতৃবে থাকবেন মুখ্যসচিব। থাকবে স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। এছাড়াও জুনিয়র ডাক্তারদের তরফে পাঠানো প্রতিনিধিরাও ওই টাস্ক ফোর্সে থাকবেন।
৪. সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গ্রিভেন্স রিড্রেসাল ব্যবস্থা তৈরি করা হবে।
৫. আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।
৬. স্বাস্থ্য সচিবকে সরিয়ে না দেওয়া এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না করা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মতভেদ হয়েছে।
এছাড়া যে 'থ্রেট কালচার' নিয়ে বারবার অভিযোগ উঠেছে তা নিয়েও আলোচনা হয়েছে এ দিন। সেটি কীভাবে নির্মূল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
এদিন স্বাস্থ্যভবনের সামনে ধর্নামঞ্চে এসে সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারী ডাক্তাররা ঘোষণা করেন যে, যে যে মৌখিক এবং লিখিত আশ্বাস পাওয়া গিয়েছে সেগুলির বাস্তবায়নের পর কর্মবিরতি ও ধর্না তোলার বিষয়ে আলোচনা করা হবে।
এদিন মিটিংয়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৪টার পরে কলকাতা পুলিশে বদল আনব। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে।' ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে