রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে অব্যাহত পুরস্কার-প্রত্যাখ্যান। শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন রাজ্যের আরও এক শিক্ষক। এবার শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকার। ২০১৬ সালে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন হরিহরপাড়ার সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।


২০১৬ সালে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন এই শিক্ষক। ওই পুরস্কার বাবদ কিছু অর্থমূল্যও পেয়েছিলেন তিনি। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেগুলি ফেরাতে চান তিনি। জেলাশাসকের মাধ্যমে  তাঁর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। পুরস্কার ফেরানোর আবেদন পত্রও পাঠিয়েছেন। শিক্ষক গোলাম মোস্তফা সরকার জানাচ্ছেন, 'আমি হালকা হতে চাইছি। আমাদের মেয়ের মতো ওই মহিলা ডাক্তার- ওকে ধর্ষণ-খুন করার প্রতিবাদেই আমার এই পদক্ষেপ।' তাঁর আরও অভিযোগ, 'প্রশাসনিক ভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা- ভয়ানক ব্য়াপার। এর প্রতিবাদে ২৫ হাজার টাকা এবং পুরস্কার ফেরত দিতে চাই আমি।'


আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ। কোথাও কোনও শিল্পী সরকারি কমিটির পদ ছেড়েছেন, কোথাও শিক্ষক ফিরিয়েছেন পুরস্কার। এর আগেও এক শিক্ষক ফিরিয়েছিলেন শিক্ষারত্ন পুরস্কার। উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাই স্কুলের প্রধানশিক্ষক থাকাকালীন দীপক মজুমদার এই পুরস্কার পেয়েছিলেন। ১১ বছর আগে ২০১৩ সালে ওই পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই পুরস্কার এবং অর্থমূল্য ফেরত দিয়েছিলেন তিনি। ওই শিক্ষক বলেছিলেন, 'তিনি জানিয়েছেন, "যে সরকারের সময়ে এই ঘটনা ঘটেছে, সেই সরকারের কাছ থেকে আমি যে সম্মাননা পেয়েছি, আমি সেটা, শুধু সম্মাননাটা ফেরত দিতে চাইছি না, তার সঙ্গে পুরস্কারের যে অর্থমূল্যটা দিয়েছে, ২৫ হাজার টাকা, সেটাও ফেরত দিতে চাইছি।' এছাড়া ২০১১ সালে শিক্ষারত্ন সম্মান পাওয়া কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক অরূপকুমার দাসও পুরস্কার ফেরানোর কথা বলেছেন, তিনি বর্তমানে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক।                        


এছাড়াও বিদ্যাসাগর পুরস্কার ফিরিয়েছিলেন কৃত্যপ্রিয় ঘোষ ও আশিস লাহিড়ি। সনাতন দিন্দা-সহ একাধিক শিল্পী পদ ছেড়েছেন, পুরস্কার ফিরিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব