নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। এক বলও খেলা সম্ভব হল না। সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেল আফগানিস্তান বনাম নিউজ়িল্যান্ডের একমাত্র টেস্ট (AFG vs NZ)। এই ঘটনা সচরাচর দেখা যায় না। এই শতকে এমন ঘটনা এই প্রথম। 


গ্রেটার নয়ডায় আয়োজিত টেস্ট ঘিরে সমালোচনা ও অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব চলছে। আফগানিস্তান ও নিউজ়িল্যান্ড প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রচুর প্রত্যাশা নিয়ে বিশেষ করে আফগান তারকারা খেলা দেখতে বসেছিলেন। কিন্তু কোথায় কী! এক বলের খেলাও দেখা গেল না। ১৯৯৮ সালের পর আবারও কোনও টেস্ট ম্যাট বাতিল হল এভাবে। সেই ম্যাচেও অংশীদার ছিল নিউজ়িল্যান্ড। তবে ডানেডিনের সেই ম্যাচে কিউয়িদের প্রতিপক্ষ ছিল ভারতীয় দল


 






এর পরিস্থিতিতে লজ্জায় মাথা কাটা যায় যায় অবস্থা। অথচ ম্যাচের প্রথম দুই দিন কিন্তু কোনও বৃষ্টিই হয়নি। তা সত্ত্বেও পাখা, বাতিল খেলা। এর জেরে প্রশ্নের মুখে উদ্যোক্তারা। পিচ ও সংলগ্ন এলাকা ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত কভার ছিল না মাঠকর্মীদের হাতে। প্রায় গোটা মাঠই খোলা অবস্থায় ছিল। যে কারণে মুষলধারে হওয়া বৃষ্টিতে মাঠ ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আবার অর্থোলোভের তত্ত্বও সামনে তুলে আনছেন। তবে আফগান বোর্ডের তরফে জানানো হয়েছে যাতায়াতের সুবিধার জন্যই নয়ডাকে বেছে নেওয়া হয়েছিল। তাতে বিতর্ক কিন্তু কমছে না।


এমন ঘটনা এ দেশে অভিনব। যেখানে চিন্নাস্বামী, ইডেন গার্ডেন্সে বৃষ্টি থামার কয়েক মিনিটে খেলা শুরু হয়ে যায়, সেখানে এমন এক বল না হয়েও টেস্ট বাতিল হওয়া কেউ দেখেনইনি। ১৯৩৩ সাল থেকে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট ম্যাচের আয়োজন হচ্ছে। ৯১ বছরে ভারতে এক বলও না হয়ে টেস্ট বাতিল হওয়ার এই ঘটনা ঘটেনি। এই ম্যাচ এবং তাঁর ভেন্যু নিয়ে কিন্তু সমালোচনা অব্যাহত। 







আরও পড়ুন: বিশেষ নজরে কোহলি, অশ্বিন, চিপকে ভারতের রেকর্ড কেমন?