সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : লাইভ স্ট্রিমিং-এর প্রশ্নে এর আগে বারবার ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার। গত ১২ সেপ্টেম্বর নবান্নে পৌঁছেও লাইভ স্ট্রিমিং-এর শর্তেই কার্যত ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। স্বাস্থ্যভবনের বাইরে ধর্না অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছেও ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার আগে দেখা গিয়েছিল এই লাইভ স্ট্রিমিং নিয়েই রাজ্য ও আন্দোলনকারীদের মধ্যে মতানৈক্য। বৈঠকের আগে বিস্তর ই-মেল চালাচালি হয়। ডাক্তার ও সরকারের মধ্যে কার্যত 'পত্র-যুদ্ধ' চলে। তারপর সরকার লাইভ স্ট্রিমিং-এ রাজি না থাকাতেই ভেস্তে গিয়েছিল বৈঠক।
এরপর ১৪ সেপ্টেম্বর ফের ভেস্তে যায় বৈঠক। সেদিন প্রস্তাবিত বৈঠক স্থল ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্য়মন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছেও ফিরে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। লাইভ স্ট্রিমিংয়ে সরকারের আপত্তি থাকায় তাঁরা ভিডিওগ্রাফার নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু বাইরে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কথাও হয়। কিন্তু, বৈঠক হয়নি। বরং তীব্র হয় সংঘাত।
১৬ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের মুখ্যসচিবের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছিল, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, যেহেতু বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। পরিবর্তে বৈঠকের কার্যবিবরণীতে উভয়পক্ষের সই থাকবে। শেষমেশ লাইভ স্ট্রিমিং ছাড়াই স্বাস্থ্যভবনের সামনে ধর্নার ৭ দিনের মাথায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। এরপর থেকেই লাইভ স্ট্রিমিং-এর বিষয়টি থেকে আংশিক সরে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা।
কিন্তু অভাবনীয় ঘটনা ঘটল সোমবার । ২১ অক্টোবর। সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার। বৈঠকে ১০ জনের কথা উল্লেখ থাকলেও, নবান্নে গিয়েছিলেন ২২ জন জুনিয়র চিকিৎসক। তাঁদের মধ্যে ১৭ জন যোগ দিলেন বৈঠকে। যে স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা, সোমবার নবান্নে বৈঠকে আগাগোড়া উপস্থিত থাকলেন সেই নারায়ণ স্বরূপ নিগম।
সোমবারের বৈঠকে এমন কোনও শর্তই ছিল না আন্দোলনকারী ডাক্তারদের তরফে। আর একটা সময় বিচারাধীন বিষয় এই যুক্তি দেখিয়ে বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি যে নবান্ন, অবশেষে তারাই সবাইকে চমকে দিয়ে কোনও দাবিদাওয়া ছাড়াই বৈঠকের লাইভ স্ট্রিমিং করল।
আরও পড়ুন :
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?