কলকাতা: আর জি কর মেডিক্যালে চিকিৎসক মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন ছাড়িয়েছে রাজ্যের গণ্ডি। দেশ-বিদেশেও এই আন্দোলন জারি রয়েছে। প্রতিবাদে মুখর হয়ে পথে নেমেছে সর্বস্তরের মানুষ। মেয়েদের 'রাতের দখল' থেকে ফুটবলপ্রেমীদের 'মাঠ দখল' কিংবা চিকিৎসকদের আজ পথে নামা- বিচারের দাবিতে একজোট সকলেই।    



সেই আবহেই এবার ফের রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আক্রমণ বিজেপির। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার অভিযোগ, 'আর জি কর মেডিক্যালের প্রমাণ নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, 'বাংলায় আইনশৃঙ্খলা নেই। মহিলা চিকিৎসককে বাঁচাতে পারেন না, দোষীদের ধরতে না পারলেও মিছিল বার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর'। 


তিনি এও বলেন, 'আমাদের বোনটি বিচার পাক বা না পাক, বাংলার মুখ্যমন্ত্রীর কিছু যায় আসছে না। আর জি কর হাসপাতালের মধ্যে ঢুকে সিসিটিভির তথ্য আর যা যা প্রমাণ ছিল তা নষ্ট করার চেষ্টা করেছিল সেদিন তৃণমূলের গুণ্ডারা।' 


আরও পড়ুন, ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন নির্যাতিতার মা


এর আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি নেতা বলেছিলেন, 'এর আগে স্বাধীনতা দিবসের আগের দিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি নেতা বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি শেষবারের মতো স্বাধীনতা দিবসের পতাকা তুলে ওইদিন বিকেলেই পদত্যাগ করুন। রাজ্যপালের কাছে ইস্তফা দিন। আপনি এটাকে থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএ-রা ধর্না দেব। একমাত্র দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে। নষ্ট করা হয়েছে প্রমাণ, আর যেন না করতে পারে। সিবিআই-এর উদ্দেশে বলব, অবিলম্বে বিনীত গোয়েল, ডাঃ এসপি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে আটক করুন। আর অবিলম্বে এবার নবান্ন চলুন। সবাই রাস্তায় নামুন।' 


এদিকে, মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই মামলা সিবিআইয়ের হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেহ কি রাস্তায় পড়ে ছিল? মৃতা তো হাসপাতালেরই অংশ! ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। অবমানবিক বলে রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে