সন্দীপ সরকার, কলকাতা: রাখি বন্ধনের দিন পথে নেমে প্রতিবাদ কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের। চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব করা হয় লালবাজারের তরফে। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে যান চিকিৎসকরা। এই চিকিৎসকদের বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ। এরই মধ্যে চিকিৎসক মানস গুমটা জানিয়েছেন, 'এখবর পেয়েছি চিকিৎসক রাজা ধরকে তলব করা হয়েছে'।  


এদিকে এই তলব প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, 'গতকাল হোয়াটসঅ্যাপে এই চিঠি পাই কলকাতা সাইবার পুলিশের তরফে। নোটিসে বলা হয়েছিল গতকাল ৩টের মধ্যে যাওয়ার, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। যে অটোপসি রিপোর্ট নিয়ে আমরা কথা বলেছি তা নির্যাতিতার বাবার তরফে বলা হয়েছিল। আমরা সাতটা সংগঠনের তরফে যখন তাঁদের বাড়িতে যাই, সেই সময় বলা হয় যে এটা নিয়ে আপনারা সরব হন। আপনারা সরব না হলে হয়তো পোস্টমর্টেমটাই হত না। তার উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি। সেটাই সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছি।'                                                                           


এরপর সুবর্ণ গোস্বামী বলেন, 'কলকাতা পুলিশ একটা দমনপীড়ন নীতি শুরু করেছেন। যারা প্রতিবাদ করছেন, সত্যিটা তুলে ধরছেন, তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।'   


এদিকে, আর জি কর মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে অবসরপ্রাপ্তরা চিকিৎসকরা। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে এলেন প্রাক্তন চিকিৎসকরা। ষাটের দশকে আর জি কর মেডিক্যালে কাজ করে যাওয়া চিকিৎসকরা অশক্ত শরীরে আন্দোলনে। 


আরও পড়ুন, সন্ধে থেকে তিন-তিনবার হাসপাতালে ! ধরা পড়ে গেল অভিশপ্ত দিনে সঞ্জয়ের সব গতিবিধি, বিস্ফোরক তথ্য সামনে


অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। মিছিলে সামিল হয় আইনজীবীদের সব কটি সংগঠন। মিছিলে হাঁটলেন তৃণমূল সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে হাঁটলেন আইনজীবী ফিরদৌস শামিম, ঋজু ঘোষাল, তরুণজ্যোতি তিওয়ারিরা। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে