রায়গঞ্জ : RG Kar কাণ্ডে এখনও মেলেনি সুবিচার। এখনও রাজপথে আছড়ে পড়ছে আন্দোলনের ঢেউ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। পথে নেমেছেন বহু মানুষ। ঠিক সেরকমই তিনিও এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। যদিও সুবিচার দেখে যাওয়ার আগেই প্রয়াত হয়েছেন তিনি। সেই কারণে এবার তাঁর স্মরণেই বিশেষ উদ্যোগ নিল পরিবার। তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে উঠে এল 'We Want Justice' লেখা স্লোগান।


'We Want Justice' স্লোগান উঠছে দিনরাত। এবার এই স্লোগন উঠে এল শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রেও। প্রতিবাদের এমনই অভিনব ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহরের নেতাজিপল্লি এলাকায়। এই এলাকার বাসিন্দা শুভ্রজ্যোতি দত্তের মা পেশায় প্রাথমিক শিক্ষিকা প্রতিমা দত্ত । গত ৪ সেপ্টেম্বর তিনি প্রয়াত হয়েছেন।


শুভ্রজ্যোতি জানান, মৃত্যুর আগ পর্যন্ত আরজি করের ঘটনা নিয়ে সব সময় উদ্বেগ প্রকাশ করতেন প্রতিমাদেবী। মায়ের প্রয়াণের জন্য বাইরে বেরিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারছেন না ছেলে। তাই নিমন্ত্র পত্রে 'We Want Justice' লিখে তা বিলি করছেন তিনি।


এভাবেই সুবিচারের দাবি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চায় শুভ্রজ্যোতির পরিবার।


কোথায় দাঁড়িয়ে RG Kar আন্দোলন ?


দীর্ঘ টালবাহানার পর গত পরশুও ভেস্তে গিয়েছিল মুখ্যমন্ত্রী-জুনিয়র চিকিৎসকদের বৈঠক। শেষমেশ তাঁরা যখন লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য এগিয়ে যান, সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠক সম্ভব নয় বলে তাঁদের জানিয়ে দেন, এমনই দাবি জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে একরাশ ক্ষোভ নিয়ে ধর্নাস্থলে ফিরে ক্ষোভ উগরে দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। তবে, কোনও লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না এবং এটাই শেষবার তাঁদের আহ্বান জানানো হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেছেন । কী বলছেন তাঁরা ?


শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্য়ভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্য়মন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছে যান। কিন্তু তারপরই তৈরি হয় জট। লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠকের কথা বলা হয় আন্দোলনকারীদের। কিন্তু, তাতে তাঁরা রাজি হননি। যদি মুখ্যমন্ত্রী তাঁদের বৈঠক করার জন্য অনুরোধ করেন। দীর্ঘক্ষণ সেই টালবাহানা চলে। এরপর মুখ্য়মন্ত্রী ঘরে ঢুকে যান। দাঁড়িয়ে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এর বেশ কিছুক্ষণ বাদে স্বাস্থ্য়প্রতিমন্ত্রী ও মুখ্য়সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। নিজেদের মধ্যে আলোচনা করে বৈঠকে রাজি বলে জানিয়েও দেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে কালীঘাটে মুখ্য়মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফিরে যান ধর্না মঞ্চে। সেখানে পৌঁছে ক্ষোভ উগরে দেন তাঁরা।


এরপর আজ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে আহ্বান জানানো হয়। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের।