করাচি: তাঁকে সরিয়ে আগেই টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে (Shan Masood)। এবার কি সীমিত ওভারের ক্রিকেটেও নেতৃত্ব কেড়ে নেওয়া হচ্ছে বাবর আজমের (Babar Azam)?
ইঙ্গিত সেরকমই। পাকিস্তান ক্রিকেট মহল সূত্রে খবর, বাবরের বিকল্প হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই নাম নিয়েও শুরু হয়ে গিয়েছে ভাবনাচিন্তা। অনেকের মতে, ধারাবাহিকভাবে বড় মঞ্চে রান করা মহম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রাক্তন ক্রিকেটারদের অনেকে যেমন মনে করেন, রিজওয়ানই হতে পারেন আদর্শ বিকল্প। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি (Basit Ali) রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সওয়াল করেছেন। যদিও এ নিয়ে পাক ক্রিকেটের সমর্থকদের মধ্যে মতানৈক্য রয়েছে।
কেন রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন বাসিত আলি, সেই ব্যাখ্যাও দিয়েছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপ (Champions One Day Cup)-এ স্ট্যালিয়ন্স দলের বিরুদ্ধে মারখর্স-কে নেতৃত্ব দিতে দেখেছেন রিজওয়ানকে। পিচ, পরিবেশ ও পরিস্থিতি বোঝার ব্যাপারে রিজওয়ানের দক্ষতার প্রশংসা করেছেন বাসিত আলি। তাঁর মতে, বাবর আজম বা টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ - কারওই এই গুণ নেই।