কলকাতা: চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক তৃণমূল নেতা কুণাল ঘোষের। বৃহস্পতিবার মধ্য কলকাতায় কুণালের সঙ্গে সঙ্গে একঘণ্টা বৈঠক করলেন নারায়ণ। বামপন্থী চিকিৎসক নারায়ণের সঙ্গে কুণালের এই বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য রফাসূত্র খুঁজতেই বৈঠক বলে জল্পনা শুরু হয়েছে। (RG Kar Protests)


বৃহস্পতিবার সন্ধেয় কুণাল এবং নারায়ণের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। তৃণমূল নেতার সঙ্গে এই বৈঠকের কারণ জিজ্ঞাসা করলে নারায়ণ বলেন, "আমি কিন্তু কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের সঙ্গে দেখা করতে আজ আসিনি। আমি আগেও বহুবার বলেছি, মানুষ কুণাল ঘোষ আর কোনও দলের মুখপাত্র কুণাল ঘোষ আলাদা। একজন প্রাক্তন সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিছু জিনিস ক্লিয়ার করার জন্য।" (Kunal Ghosh)


নারায়ণ জানিয়েছেন, আগেও কুণালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁর। একটি রক্তদান শিবিরে আগেও আলাপ হয়েছিল। মানুষের সঙ্গে মানুষের দেখা, কথা হতেই পারে। মানুষের সেটাই কাজ বলে জানান। জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দলন চালিয়ে যাচ্ছেন, আমরণ অনশনে অনড় রয়েছেন, সেই নিয়ে কথা হয়েছে কি না জানতে চাওয়া হয়। জবাব নারায়ণ বলেন, "না, সেরকম কোনও আলোচনা হয়নি। আমি চাইছি, সব ছেলেরা যেন ভাল থাকে। যারা অনশন করছে, এক-একজন জুয়েল ছেলে। আমি ওদের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন।"


আন্দোলনকে ঘুরপথে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠছে জোড়াফুল শিবির থেকে, তাও সন্যাৎ করে দেন নারায়ণ। তিনি বলেন, "আমি এসব মানি না। জুনিয়র ডাক্তাররা আমাদের থেকেও পরিণত। যেভাবে করেছে, আমাদের কোনও ভূমিকা নেই। ওরা আমাদের ছেলের বয়সি। ওদের কোনও অঘটন ঘটুক চাইব না আমরা।"


আর জি করের ঘটনা নিয়ে যে অনশন, আন্দোলন চলছে সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সিবিআই তদন্তের আর্জি মঞ্জুর হয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশও এসেছে। সেই নিয়েও কি কথা হল না? এ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নারায়ণ। তাঁর কথায়, "নিঃসন্দেহে কথা বলব। তারই সঙ্কেত হয়ত আজ!"


বৈঠক নিয়ে কুণাল বলেন, "বাচ্চা ছেলেমেয়ে। সহযোদ্ধার প্রতি তাদের যে আবেগ, সেগুলিকে রাজনৈতিক ভাবে পরিচালনা করার চেষ্টা চলছে। যাঁরা সিনিয়র ডাক্তার, যাঁরা অভিভাবকের মতো, তাঁরা নিশ্চয়ই সেটা চাইবেন না! ইতিমধ্যেই সরকার অনেকগুলি পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যসচিব স্টেটাস রিপোর্ট দিয়েছেন। মেধাবী ছেলেমেগুলি, আমাদের ঘরের ছেলেমেয়েগুলির অনশন, যাঁরা সত্যিভাবে মানবিক দৃষ্টিতে দেখছেন, মুখ্যমন্ত্রী থেকে সিনিয়র ডাক্তার এবং অভিভাবকরা, তাঁরা কিন্তু এই অনশন চাইছেন। রাজনীতির জন্য ছেলেমেয়েগুলিকে ব্যবহার করতে চাইছেন যাঁরা, তাঁরা অনশনের পক্ষে। এর থেকে বেরিয়ে আসার জন্য যদি কেউ চিন্তা করেন, আলোচনা করেন, আমরা স্বাগত জানাই। ডক্টর ব্যানার্জি একজন সিনিয়র ডাক্তার, অভিভাবক, অনশনকারীদের শুভান্যুধায়ী হিসেবে এসেছিলেন। কিছু বিষয়ে কথা হয়েছে।" তবে কী কথা হয়েছে, তা এখনই খোলসা করতে চাননি কুণাল।