কলকাতা: জঙ্গল সাফারির (Jungle Safari) সময় গন্ডারের হামলা, গাড়ি উল্টে এক মহিলা-সহ ৫ পর্যটক আহত। জলদাপাড়া (Jaldapara) জাতীয় উদ্যানের হরিণডাঙা টাওয়ার এলাকায় গন্ডারের লড়াই দেখার সময় হঠাৎ পর্যটকদের গাড়ি লক্ষ্য করে তেড়ে আসে গন্ডার। পালাতে গিয়ে আহত গাইড-ও আহত।                                               

  


জানা গিয়েছে, জঙ্গল সাফারির সময় হুড খোলা গাড়িতে চেপে বনভ্রমণে বেরিয়েছিলেন পর্যটকরা। সেই সময় আচমকাই পর্যটক বোঝাই ওই জিপসির দিকে তেড়ে আসে গন্ডার। ঘটনায় আহতদের প্রত্যেককেই উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।                                                                       


অন্যদিকে, আলিপুরদুয়ারের মনিয়ারপুর পাকড়িতলায় দিনভর দাপিয়ে বেড়াল বাইসন। আতঙ্ক ছড়ায় এলাকায়। শেষমেশ বন কর্মীরা ঘুমপাড়ানি গুলি দিয়ে বাইসনটিকে কাবু করেন। এরপর বাইসনটিকে চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।                                                    


আরও পড়ুন, রাস্তায় কেঁদে ভাসাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী, 'গ্রিন করিডর' করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ


সকাল থেকে আলিপুরদুয়ার-১ নং ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের মনিয়ারপুর পাকড়িতলা, তপসিখাতা বসটারী এলাকায় একটি বাইসন আতঙ্ক ছড়িয়েছিল।  চিলাপাতার জঙ্গল থেকে বেড়িয়ে আসা বাইসনটিকে নিয়ে সকাল থেকেই দুই বনদপ্তর, বক্সা এবং জলদাপারা বনকর্মীদের তৎপরতা ছিল। বাঁশ ঝাড়ের জঙ্গলে লুকিয়ে থাকা বাইসনকে খুজতে ড্রোন ক্যামেরারও সাহা্য্য নেওয়া হয়। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিলনা বাইসনটিকে। কিন্তু বিকাল সাড়ে ৪-টা নাগাদ ঘুম পাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হয় বন দফতর। এরপর পুরুষ বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চিলাপাতার জঙ্গলে। চিলাপাতা জঙ্গলের রেঞ্জার সুদিপ্ত ঘোষ বলেন, 'বাইসনটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।'