কলকাতা: ভিক্টোরিয়ার অনুষ্ঠান শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ করতে যাবেন অমিত শাহ। সৌরভের (Sourav Ganguly) বীরেন রায় রোডের বাড়ির বাইরে আটোসাঁটো নিরাপত্তা। অমিত শাহের জন্য নিরামিষ বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়েছে। শাহি ভোজের মেনুতে রয়েছে, ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফি। জানা গিয়েছে, মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত পদ রান্না করা হয়েছে।




অমিত শাহর কর্মসূচি


বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে কোচবিহারের তিনবিঘায় কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সকাল ১১টা নাগাদ তিনি তিনবিঘায় পৌঁছে যান। বেলার দিকে তিনি আসবেন কলকাতায়। নিউটাউনের হোটেলে তাঁর বৈঠক রয়েছে। সন্ধেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে যাবেন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। এরপর বিজেপি অফিসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে রাতেই ফিরবেন দিল্লি।


বিজেপি নেতার মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব


কাশীপুরে (Cossipore) বিজেপি যুব মোর্চা (BJP) নেতার রহস্যমৃত্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। বঙ্গ সফরের (West Bengal Visit) দ্বিতীয় দিনে, আজ দুপুরে উত্তরবঙ্গ (North Bengal) থেকে কলকাতায় এসে কর্মসূচি বদল করে বিমানবন্দর থেকে সরাসরি কাশীপুরে (Cossipore) যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে যে পরিত্যক্ত ঘরে বিজেপি যুব মোর্চা (BJP Yuba Morcha) নেতার দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা ঘুরে দেখেন অমিত শাহ (Amit Shah)। সেইসঙ্গে তিনি সিবিআই (CBI) তদন্তের দাবিতে সওয়াল করেন। ঘটনায় রাজ্যের তৃণমূল (TMC) সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, গত এক বছরে বাংলার মতো এত সিবিআই তদন্ত কোনও রাজ্যে হয়নি। আজ সকালেই কাশীপুরে রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই বিজেপি নেতার মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।