সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিষড়া: বিপজ্জনক ভাবে রেল লাইন পার করতে গিয়ে বিপত্তি। রিষড়ায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই পড়ুয়ার (Students Hit by Train)। ট্রেনের ধাক্কায় লাইনের (Rishra Railway station) পাশে ছিটকে পড়ে তারা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  


রিষড়া রেলগেটে দিয়ে লাইন পারাপার নিত্যদিনের ব্যাপার। কিন্তু সেখান থেকে এগিয়ে কোন্নগরের দিকেও লাইন পারাপার করার জায়গা রয়েছে। বহু মানুষ সেখান দিয়ে যাতায়াতও করেন।


শুক্রবার তা করতে গিয়েই মৃত্য়ু হল দুই পড়ুয়ার। দু’জনেই চুঁচুড়া টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাদের রেহান রাঠি এবং কৌস্তভ দাস বলে শনাক্ত করা গিয়েছে। রেহানের বাডি় বাঙুর পার্কে। রিষড়া স্টেশন সংলগ্ন আবাসনে বাস কৌস্তভের।স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল দু’জনেই।


আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর! রণক্ষেত্র মুর্শিদাবাদ


স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার দিকে রেল লাইন পেরোতে যায় দু’জনে। সেই সময়ই দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেন তাদের ধাক্কা মারে। তাতে লাইনের পাশে ছিটকে পড়ে দুই পড়ুয়াই। তড়িঘড়ি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Serampore Walsh Hospital) নিয়ে যাওয়া হয় তাদের। কিন্তু সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


দুর্ঘটনার খবর পেয়ে এ দিন ওয়ালস হাসপাতালে পৌঁছন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র। মৃত দুই ছাত্রের পরিবারকে সমবেদনা জানান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, “দুই পড়ুযার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।”


তবে এই ঘটনায় রেলের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, নজরদারি এড়িয়ে নিত্যদিন সেখান দিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ। দুই পড়ুয়াকে ওই ভাবে লাইন পার করার সময় কেন কারও চোখ পড়ল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।