অ্যাডিলেড : স্লো ওভার-রেটের জের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আট পয়েন্ট খোওয়াল ইংল্যান্ড। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে প্রথম টেস্টে মন্থর ওভার-রেটের জন্য ইংল্যান্ডকে এই 'জরিমানা' করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।


গত শনিবার, ঘোষণা করা হয়েছিল যে ইংল্যান্ডকে ডব্লিউটিসি-র পাঁচ পয়েন্ট কমানো হবে। প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট করে। পরে অবশ্য দেখা যায়, তাদের আট ওভার শর্ট রয়েছে। এই হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২১-২৩ সাইকেলে পাঁচটি টেস্টের পর ছয় পয়েন্ট রয়েছে তাদের কাছে। যার জেরে ১০ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে পয়েন্ট টেবিলে তারা সপ্তম স্থানে রয়েছে। এই নিয়ম লঙ্ঘনের জন্য ইংল্যান্ডকে তাদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানাও করা হয়েছিল।


আই সি সি-র কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২২ অনুসারে( যা ন্যূনতম ওভার-রেটের সঙ্গে সম্পর্কিত), নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাঁদের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ম্যাচ ফি-র সর্বোচ্চ ১০০ শতাংশ জরিমানা করা হতে পারে। ইংল্যান্ডের আট ওভার কম ছিল (আগে ঘোষিত ৫ ওভার নয়)। কিন্তু লিমিটের কারণে তাদের ম্যাচ ফি'র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছিল।


আরও পড়ুন ; অবিশ্বাস্য ক্যাচ বাটলারের, অ্যাশেজে সর্বকালের সেরা?


এদিকে অ্যাডিলেডে বৃহস্পতিবার শুরু হওয়া অ্যাশেজ (The Ashes) সিরিজের দ্বিতীয় টেস্টে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন জস বাটলার (Jos Buttler)। যে ক্যাচ দেখে বলাবলি শুরু হয়ে গিয়েছে, কোনও উইকেটকিপারের নেওয়া সেরা ক্যাচটা কি নিলেন ইংরেজ তারকাই ? এই ক্যাচের পর সর্বত্রই বাটলারের অবিশ্বাস্য ক্ষিপ্রতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই বাটলারকে এমন দুরন্ত ক্যাচের জন্য ‘সুপারম্যান’ বলে ডাকতে শুরু করেন।