আবির দত্ত, কলকাতা: খিদিরপুরে (Khidirpur) বেপরোয়া লরির ধাক্কায় পথচারীর মৃত্যু। গতকাল রাত ১১টা নাগাদ খিদিরপুর ট্রামডিপোর (Khidirpur Tram Depot) কাছে দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল লরিটি। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে ধাক্কা মারে। এসএসকেএমে (SSKM Hospital) নিয়ে আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা (Doctors)। লরি আটক করেছে পুলিশ। 


জানা গিয়েছে, গতকাল বুধবার রাত ১১টা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় আচমকা দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া বেপরোয়া লরির ধাক্কা মারে তাঁকে। তৎক্ষণাত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে (SSKM Hospital) হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রায় একই সময় শহরের আরেক প্রান্তে দুর্ঘটনা ঘটে। রাতের শহরে ফের মোটরসাইকেল দুর্ঘটনা (Motorbike Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড রেল এবং পরে ডিভাইডারে ধাক্কা মোটরসাইকেল আরোহীর। দুর্ঘটনায় (Kolkata Motorbike Accident) গুরুতর আহত হয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বুধবার রাতে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ মোটরসাইকেল নিয়ে উড়ালপুলে উঠছিলেন আরোহী। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলন আরোহী। তাতে প্রথমে রাস্তার ধারে গার্ড রেলে ধাক্কা মারে মোটরসাইকেলটি। তার পর ডিভাইডারেও গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত ওই মোটরসাইকেলের আরোহীকে। তাঁর নাম মহম্মদ জাকির হোসেন। বয়স ৩২ বছর। এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার সেন্টারে(Trauma Care Centre) ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 


এদিকে পুলিশ লেখা গাড়িতে এসে পিক আপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার ও পুলিশের গাড়ির চালক। অভিযোগকারী পিক আপ ভ্যান চালকের দাবি, গতকাল রাতে তিনি স্ট্র্যান্ড রোডের কাছে আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের সংযোগস্থলে গাড়ি দাঁড় করান। অভিযোগ, সেইসময় পুলিশ লেখা একটি গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর করে রুপোর গয়না ও ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশের গাড়ির চালক শেখ জামির মণ্ডল ও সিভিক ভলান্টিয়ার শেখ আকবরকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। ধৃতরা পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী।


আরও পড়ুন: Kolkata Bike Accident: রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা, এসএসকেএম ট্রমা সেন্টারে আরোহী