নয়াদিল্লি: এ মরশুমের আইপিএল শেষেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন টুর্নামেন্টের সফলতম ক্রিকেটার (যুগ্মভাবে) আম্বাতি রায়াডু (Ambati Rayudu)। এবার তাঁকে ক্যারিবিয়ানের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, রায়াডু আসন্ন মরশুমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League 2023) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টর্সের (St Kitts and Nevis Patriots) হয়ে খেলতে পারেন।
ক্যারিবিয়ানে খেলবেন রায়াডু?
শোনা যাচ্ছে সেন্ট কিটস রায়াডুকে তাদের মার্কি খেলোয়াড় হিসাবেই আসন্ন মরশুমের জন্য সই করাতে চলেছে। রায়াডুর সদস্য সমাপ্ত মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে সুপার কিংসেরই আরেক ফ্র্যাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল। তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক নিয়ম অনুযায়ী তাঁকে সেই টুর্নামেন্ট থেকে বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয় বলে মনে করা হচ্ছে। বোর্ডের (BCCI) নতুন নিয়ম অনুযায়ী সদ্য অবসর নেওয়া ক্রিকেটারদের কিছুটা সময় মাঠের বাইরেই কাটাতে হবে। তারপরেই তাঁরা বিদেশি লিগে খেলতে পারবেন। এই নিয়মের জেরেই রায়াডু এমএলসি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বলে খবর।
বিদেশি টি-টোয়েন্টি লিগে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেই বিশ্বস্ত সূত্রের খবর। ক্রিকেটারেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তাড়াহুড়ো করে অবসর নিয়ে ফেলছেন বলে আলোচনা হয় বৈঠকে। সেটা বন্ধ করতে চাইছে বোর্ড। বোর্ড সচিব জয় শাহ সাংবাদিকদের বলেছেন, 'আমরা প্লেয়ারদের সময়ের আগে অবসরের প্রবণতা বন্ধ করার জন্য একটি নিয়ম তৈরি করব।'
রায়াডু যদি সিপিএলে (CPL 2023) শেষমেশ খেলতে পারেন, তাহলে তিনি মাত্র দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এই টুর্নামেন্টে খেলতে পারেন। এর আগে প্রবীন তাম্বেকেও সিপিএলে খেলতে দেখা গিয়েছিল। তাম্বে নাইট রাইডার্সের আরেক ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ২০২০ সালের ২৬ অগাস্ট প্রথমবার সিপিএলে মাঠে নেমেছিলেন। তারপরে রায়াডুই ক্যারিবিয়ানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসাবে খেলতে পারেন। তবে রায়াডু যে সিপিএলে খেলবেনই, এই বিষয়ে কিন্তু সরকারিভাবে এখনও কোনওরকম নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই পুরো বিষয়টাই এখনও জল্পনার পর্যায়তেই রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এই ভারতীয় বোলারকে সামলানো ফিঞ্চের কাছে ছিল দুঃস্বপ্ন, স্বীকারোক্তি প্রাক্তন অজি অধিনায়কের