কৃষ্ণনগর: কৃষ্ণনগরে (Krishnanagar) বাইকের শোরুমে ডাকাতি (Robbery)। নগদ প্রায় ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ। ক্যাশ কাউন্টারের দরজা ভেঙে ডাকাতির অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ। 


বাইকের শোরুমে ডাকাতি: ব্যারাকপুরের আনন্দপুরী থেকে রানাঘাট, পুরুলিয়া সোনার দোকানে ভয়াবহ ডাকাতির আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে নদিয়ায় ফের ডাকাতির ঘটনা ঘটল। আর এবার বাইকের শোরুমে ডাকাতির অভিযোগ। প্রায় ৬ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ক্যাশ কাউন্টারের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই মিলেছে ওই দোকানের সিসিটিভি ফুটেজ। তা দেখেই দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। 


গত সপ্তাহে নদিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কল্যাণীতে সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে ৩টে নাগাদ কাঠালতলা বাজারে সোনার দোকানে হানা দেয় ৭-৮ জনের দুষ্কৃতী দল। বন্দুক ঠেকিয়ে বাজারের প্রহরীদের বেঁধে ধারালো অস্ত্র দিয়ে দোকানের গ্রিল কাটে দুষ্কৃতীরা।দুষ্কৃতীরা সকলেই হিন্দিতে কথা বলছিল বলেও দাবি প্রহরীদের। মালিকপক্ষের দাবি, প্রায় ৩ লক্ষ টাকা নগদ এবং সোনা ও রুপোর গয়না লুঠ হয়েছে। এর আগে গত অগাস্টে রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীকে মারধর করে গয়না নিয়ে চম্পট দেয় ৮-৯ জনের সশস্ত্র দুষ্কৃতী দল। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় দুষ্কৃতীরা।


অন্যদিকে, ৬ দিনের মাথায় সোনারপুরে (Sonarpur) সোনার দোকানে ডাকাতির কিনারা করেছে পুলিশ। অস্ত্রসহ গ্রেফতার করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় অলঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা।গত ১৩ অক্টোবর, পুজোর ঠিক মুখে, সোনারপুরের একটি সোনার দোকানে  ডাকাতি হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই ডাকাতির কিনারা করেছিল পুলিশ। এই ঘটনায় ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণ ব্যবসায়ী-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “আমরা সবাইকে ইন্টারোগেশন করেছি। সবাই কনফেস করেছে। ওরা এক সপ্তাহ আগে রেকি করেছিল। ওদের একজনের পাস্ট হিস্ট্রি আছে। প্রিলিমিনারি ইনফরমেশন ৬-৭ জন ছিল। ৫ জনকে ধরেছি। বাকিদেরও ধরে নেব।’’


আরও পড়ুন: Durga Puja 2023: কনক দুর্গা রূপে উমার আরাধনা, ৫১৩ বছরে পড়ল বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো