কলকাতা: জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি (Didir Doot Campaign)। আর এই কর্মসূচিতে বেরিয়ে একাধিক স্থানেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল (TMC) নেতা, বিধায়কদের। এবার ফেসবুকে এই গোটা ঘটনারকে কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।


'দুয়ারে ভূত' কটাক্ষ রুদ্রনীলের


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। ক্যাপশনে লেখেন, 'দুয়ারে ভূত'। গোটা কবিতা জুড়ে কটাক্ষ করেছেন তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকে। 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা', কবিতায় কটাক্ষ বিজেপি নেতা-অভিনেতার। পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে বলেও বিদ্রুপ করেন তিনি। 


 



মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। জেলায় জেলায় বিক্ষোভের মুখে 'দিদির দূত', ছাড় নেই বিধায়কদেরও। তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ শোনা গেছে। আর এই আবহে গোটা ঘটনাকে কটাক্ষ করে কবিতা পড়ে ভিডিও পোস্ট করলেন রুদ্রনীল। 'দিদির দূত'-এর 'দুয়ারে ভূত' বলে কটাক্ষ করেছেন তিনি। 'ভূতেদের রানি দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ', বিদ্রুপ রুদ্রনীলের।


আরও পড়ুন: Kolkata News: লাভলিকে বাড়িতে এসে চা খাওয়ার আমন্ত্রণ সুজনের, সিপিএম নেতার বাড়িতে 'দিদির দূত'


অন্যদিকে, 'দিদির দূতে'র কাছে এবার তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ আনল। ঘোলার বিলকন্দায় বিধায়ক তাপস রায়ের সামনে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েত সদস্য গোবিন্দ অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অঞ্চল সভাপতি সজল দাস। গ্রামবাসীকে কোনও পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। এছাড়া 'দিদির দূত' কর্মসূচিতে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার জলের দাবিতে বিশ্বজিতের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রাস্তা আটকে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। গতকাল দলবদল নিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন বিশ্বজিৎ দাস।


প্রসঙ্গত, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে 'দিদির দূত' হয়ে পৌঁছন লাভলি মৈত্র। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যের বাড়িতে তৃণমূল বিধায়ক। বাড়িতে ছিলেন না সুজন, ফোনে কথা হয় সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের সঙ্গে। লাভলিকে বাড়িতে এসে চা খাওয়ার আমন্ত্রণ জানান সুজন চক্রবর্তী। আমন্ত্রণ গ্রহণ করেন তৃণমূল বিধায়ক। সুজন বাড়িতে না থাকলেও, সিপিএম নেতার পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক।