কলকাতা: 'একুশেতে জিতিয়েছিলেন,চোরকে দিলেন গদি
              মিলিয়ে নেবেন কদিন পরে এরা বেচবে গঙ্গা নদী'--
 ছড়ার নাম? 'দুয়ারে গর্ত'। স্রষ্টা, রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। এসএসসি নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলায় পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) গ্রেফতারির পর (arrest) সাতসকালে একই নামে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন রুদ্রনীল। বেলা গড়াতেই এল পূর্ণাঙ্গ ছড়া (rhyme)। বহরের সঙ্গে পাল্লা দিয়ে ভাইরালও হয়েছে সেটি। যার শুরুতেই রুদ্রনীল বলছেন, 
'একুশে জুলাই মঞ্চ থেকে বেচল দিদি মুড়ি
 বাইশে জুলাই অর্পিতাদের ফ্ল্যাটে কোটি কুড়ি!'
দিনদুয়েক আগেই শহিদ দিবসের সভামঞ্চ থেকে মুড়ির উপর ৫ শতাংশ জিএসটি নিয়ে বিজেপিকে তুমুল তুলোধোনা করেছিলেন তৃণমূলনেত্রী। বলেছিলেন, 'আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।' আজ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম সদস্যের গ্রেফতারির পর তৃণমূল বিদায়ের পাল্টা হাঁক দিয়েছেন রুদ্রনীল। তবে অবশ্যই ছন্দ ও লয়ে। কী বলছেন অভিনেতা? 
'তৃণমূলের উন্নয়নে অর্পিতারাই মুখ
নেতার কাছের মানুষ হলে পাবে অপার সুখ'
ইঙ্গিতটি কার দিকে সে নিয়ে কোনও রাখঢাক রাখেননি তিনি। '২০ কোটি টাকা' মুড়ি বিক্রি করে পাওয়া নাকি চাকরি চুরির সে নিয়েও কটাক্ষ প্রশ্ন ছুড়ে দিয়েছেন  ছড়ার ছন্দে।  
রুদ্রনীলের অভিযোগ, 
'২০ কোটির নোটের পাহাড় দেখল বঙ্গবাসী,
 অর্পিতাদের উন্নয়নে আমার দিদি খুশি।'
তবে ছড়াজুড়ে শুধুই যে তৃণমূলকে ব্যঙ্গের চেষ্টা, তা নয়। সাধারণ মানুষের জন্যও বার্তা দিয়েছেন অভিনেতা। বলেছেন,
'হাওড়া ব্রিজের নাট বল্টু খুলে দেবেও বেচে
আর কটা দিন রাখলে এদের রাজ্য দেবে চেঁছে।'
পরিশেষে কড়া হুঁশিয়ারি, দিনবদলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অতএব এবার নীল-সাদা রং মুছে যাবেই, ছড়ার ছন্দে বলছেন অভিনেতা। 


আগেও ভাইরাল...


এই ধরনের ব্যঙ্গ আগেও করেছেন রুদ্রনীল। গরুপাচার থেকে কয়লা দুর্নীতি, নানা বিষয় নিয়ে প্যারোডি হিসেবে 'অনুমাধব' ছড়াটি তুমুল তোলপাড় ফেলে সোশ্যাল মিডিয়ায়। সমর্থন ও সমালোচনা যুগপৎ ধেয়ে আসে। তবে অভিনেতা থামেননি।
আজও হাঁটলেন চেনা পথে।


আরও পড়ুন:ঘনিষ্ঠরা অপরাধী হলে মুখ্যমন্ত্রী দায় এড়াবেন কী করে, তীক্ষ্ণ আক্রমণ সুজনের