কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কিয়েভে আটকে ভারতীয়রা, উদ্বেগে রাজ্য সরকার। আটকে থাকাদের হদিশ দিতে খোলা হল কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ২২১৪৩৫২৬, ১০৭০। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন আইএএস আধিকারিক। আধিকারিককে সাহায্য করবেন ডব্লুবিসিএস অফিসাররা। 


করোনা মহামারীর ঢেউ থিতিয়ে আসতেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। মুহুর্মুহু চলছে গোলাবর্ষণ, যুদ্ধবিমানের গর্জন। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সুদূর ইউক্রেনে আটকে পড়েছে রাজ্যে সহ দেশের বহু বাসিন্দা। রাজ্যের বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীরা ছড়িয়ে রয়েছেন কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশটিতে। রুশ বাহিনীর হামলা শুরু হওয়ার পর কীভাবে তাঁরা দেশে ফিরবেন তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। এই পরিস্থিতিতে কন্ট্রোল রুম খুলল রাজ্য সরকার। 


দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দুই বাসিন্দা, ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছেন ইউক্রেনে। রায়দিঘির কাশীনগরের বাসিন্দা অর্কপ্রভ বৈদ্য হস্টেলে রয়েছেন বন্ধুদের সঙ্গে। কীভাবে দেশে ফিরবেন, জানেন না। রায়দিঘিরই মণ্ডল পাড়ার বাসিন্দা অর্ঘ্য মাঝিও আটকে পড়েছেন ইউক্রেনে। দুই পরিবারই উদ্বিগ্ন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা দুই বোন রুমকি ও ঝুমকি গঙ্গোপাধ্যায় ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনের খারকিভে আটকে পড়েছেন। দুই যমজ বোনের বাড়ি দুর্গাপুরের রাতুড়িয়া এলাকায়।  দুজনেই প্রথম বর্ষের ছাত্রী।  ৮ ডিসেম্বর তাঁরা ইউক্রেনে গেছিলেন।পরিবার সূত্রে খবর, খারকিভে তাঁদের বাড়ির কাছেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আতঙ্কিত পরিবার।  এছাড়াও দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা নেহা খান ও বেনাচিতি বাজার এলাকার বাসিন্দা জিনাত আলম, এই দু’জনও আটকে পড়েছেন ইউক্রেনে। তাঁরা ডাক্তারির তৃতীয় বর্ষের ছাত্রী। এঁদেরও পরিবার বুঝতে পারছে না, কবে তাঁরা দেশে ফিরতে পারবেন। 


পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা দেবজিত্‍ বর্মন আটকে পড়েছেন ইউক্রেনের কিয়েভে। ডাক্তারি পড়তে গেছেন। ফাইনাল ইয়ারের ছাত্র। পরিবারকে জানিয়েছেন, একটি অ্যাপার্টমেন্টে কয়েকজন ভারতীয় ছাত্র রয়েছেন। পরিবার সূত্রে খবর, ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বিপদ বুঝলে তাঁরা যেন বাঙ্কারে গিয়ে আশ্রয় নেন।উত্‍কণ্ঠায় রয়েছে পরিবার। বীরভূমের সিউড়ির সাজানোপল্লির বাসিন্দা শাহরুখ সুলতান আহমেদ ইউক্রেনের কিয়েভে আটকে পড়েছেন। ২০১৬-তে ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইউক্রেনে।  এ বছরই তাঁর কোর্স শেষ হওয়ার কথা। বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। উদ্বেগে পরিবার।    


আরও পড়ুন: Russia Ukraine Conflict: ইউক্রেনের বেশ কিছু শহরে ঢুকে পড়েছে রুশ সেনা, আলোচনা চান জেলেনস্কি