প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিনেত্রী এবং তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। যদিও ইডির ডাকে তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়ে বৃহস্পতিকাল রাত পর্যন্ত ইডি আধিকারিকদের কিছু জানানো হয়নি। কেন এই তলব? ইডি সূত্রে দাবি, ধৃত ও বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত নথি থেকেই প্রথমে উঠে আসে সায়নীর নাম। এছাড়াও একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নী ঘোষের নাম বলেছেন। এই সব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আজ সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী? 


তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের তলব নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'এরপর সায়নী অন্তর্ধান রহস্য বলে সিনেমা বেরোবে, দেখে হাততালি দিতে হবে।'


মঙ্গলবারই নোটিশ:
মঙ্গলবার সন্ধেবেলাই সায়নী ঘোষকে নোটিস পাঠানো হয়েছিল। ইডির তরফে জানানো হয়েছে, কেবল সম্পত্তি কেনাবেচা নয়, তথ্য পাওয়া গিয়েছে একাধিক আর্থিক লেনদেনেরও। সেই তথ্যকে সামনে রেখেই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। গত কয়েকমাস ধরে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। সেই বয়ানে পাওয়া গিয়েছে সায়নী ঘোষের নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। তাঁর বয়ানে উঠে এসেছে একটি সম্পত্তির তথ্য। সেটা কেনাবেচা সংক্রান্ত ও বিভিন্ন দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে টলিউড অভিনেত্রীর। 


তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। বারবার সিপিএম, বিজেপিকে নিশানা করে কড়া বক্তব্যও রাখতে দেখা গিয়েছে তাঁকে। তারপর নিয়োগ দুর্নীতির বয়ানে তাঁর নাম উঠে আসার পর থেকেই লাগাতার বিরোধীদের নিশানায় উঠে এসেছেন সায়নী ঘোষ। এবার ইডির তলবে কি সাড়া দেবেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী? তাঁর থেকে কি নতুন কোনও সূত্র পাবে ইডি?


আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন