কৌশিক গাঁতাইত এবং জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: যুব তৃণমূলের (TMC) দলীয় প্যাডে দফতরের নাম লিখে সরকারি কাজের বরাত বিলি করা হচ্ছে! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) সাগর ব্লকে শাসক দলের নেতারাই ঠিক করে দিচ্ছেন কে কত টাকার টেন্ডার পাবেন! তৃণমূলের প্রতীক সম্বলিত একটি প্যাডের ছবি ট্যুইট করে এমনই অভিযোগ করেছেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শাসকদলের দাবি, পুরোটাই মিথ্যা অভিযোগ।

  


কী অভিযোগ? 


ট্যুইটে শেয়ার করা ব্লক যুব তৃণমূল কমিটির প্যাডের একটি ছবি। আর তাকে কেন্দ্র করেই সরকারি প্রকল্পের কাজে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ নতুন মাত্রা পেল। তীব্র সংঘাতে জড়াল বিজেপি আর তৃণমূল।  আসানসোল-দক্ষিণের বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল রবিবার এই ছবিটি ট্যুইট করেন। যেখানে প্যাডের মাথায় লেখা সাগর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি। 


সভাপতি হিসেবে উল্লেখ রয়েছে স্বপনকুমার প্রধানের নাম। তারিখ রয়েছে তেসরা মে, মঙ্গলবারের। প্যাডের একেবারে ওপরে লেখা রয়েছে সেচ দফতর। ঠিক তার নীচে লেখা সাগর ব্লক। এরপর এক এক করে দেওয়া রয়েছে জায়গার নাম, প্রকল্পের বরাদ্দ টাকার অঙ্ক এবং কোন এজেন্সি কাজ করবে তার নাম। 


অভিযোগ ট্যুইট


ট্যুইটে এই ছবিটি শেয়ার করে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। অগ্নিমিত্রা লিখেছন, সাগর ব্লকে তৃণমূলের প্যাডে সরকারি প্রকল্পের বণ্টন। কোন সংস্থা কত অঙ্কের অর্ডার পাবে তা দেওয়া রয়েছে। সাগরে এভাবেই উন্নয়নের কাজ চলছে। কোনও বিজ্ঞপ্তি নেই। কোনও টেন্ডার নেই। তোলাবাজিতে এগিয়ে বাংলা। তৃণমূল মানেই তোলামূল।  


বিজেপি বিধায়ক ও রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "সরকারি কাজ বণ্টন হচ্ছে তৃণমূলের প্যাডে। টেন্ডার তো হয়নি। উল্টে তৃণমূলের প্যাডে সংস্থাকে বরাত। তোলাবাজি চলছে।" 


যদিও বিজেপি বিধায়কের তোলা এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "যে লিস্ট বেরিয়েছে তার পিছনে গভীর চক্রান্ত আছে। যে স্বপন প্রধানের নামে প্যাড সেই স্বপন প্রধান গত বছর জুলাই মাসে যুব তৃণমূলের কমিটি ছেড়ে দিয়েছে। আর যে টেন্ডারের কথা বলছেন সেই টেন্ডার এখনও বেরোয়নি।" 


অন্যদিকে, সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি স্বপন প্রধান বলেন, "অনেক দিন হল যুব কমিটিতে নেই। বিজেপির পায়ের তলায় মাটি নেই। মানুষের থেকে বিচ্ছিন্ন। তাই সোশাল মিডিয়ায় মিথ্যা অভিযোগ করছে। অমিত শাহ এসে হয়তো ব্লকের একজন করে টার্গেট করতে বলেছে।" 


অগ্নিমিত্রা পালের ট্যুইট করা ছবিতে বঙ্কিমনগরে কাজের জন্য প্রথমেই নাম রয়েছে ঠিকাদার দেবাশিস জানার। তিনিও অভিযোগ মানতে নারাজ। ঠিকাদার দেবাশিস জানা বলেন, "এই লিস্ট সম্পর্কে আমার জানা নেই। ৫ লাখ টাকার ওপর কাজ হলে ই-টেন্ডার জমা দিতে হয়। এভাবে হয় না। তবে আমি এই দফতরের কোনও কাজ করছি না।" সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।