শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: কোচবিহারের সাহেবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) বিএসএফের (BSF) হাতে গ্রেফতার এক। জানা গিয়েছে, অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়েছিল ধৃত। হাতেনাতে পাকড়াও করে বিএসএফ। এরপরই ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ ১২৯ নম্বর ব্যাটালিয়নের BOP ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালানোর সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি নাগরিক। গ্রেফতার হওয়া বাংলাদেশী নাগরিকের নাম মহম্মদ রিয়াজুল ইসলাম। গুরুগ্রামে গাড়ির চালক হিসেবে কাজ করতেন তিনি। সোমবার রাতে ভারতের সাহেবগঞ্জ সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। সেই সময় গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Belur Math: ২২ সেপ্টেম্বর থেকে পরিবর্তিত হচ্ছে বেলুড় মঠ খোলার সময়
বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে ধৃত ওই বাংলাদেশী নাগরিকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায়। বিএসএফ ১২৯ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার দুপুরে ওই গ্রেফতার হওয়া বাংলাদেশীকে। এরপর বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিনকয়েক আগে কোচবিহারের বক্সীরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি হয়। সোনাদানা-সহ কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ ওঠে। রেশন ডিলার নীরেন কোঙারের দাবি, গতকাল রাত ১১টা নাগাদ শালবাড়ি বাজার এলাকায় তাঁর বাড়িতে চড়াও হয় ১২-১৩ জনের ডাকাতদল। বোমা, অ্যাসিড, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখিয়ে বাড়িতে লুঠপাট চালায় তারা। প্রতিবেশীদের তত্পরতায় দুই ডাকাত ধরা পড়ে যায়। ২ জনকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পরে ওই ২ জনকে গ্রেফতার করে বক্সীরহাট থানার পুলিশ। ধৃতরা কোচবিহারেরই বাসিন্দা।
আরও পড়ুন: Weather Update: দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা