সৌমিত্র কুমার রায়, সুকান্ত মুখোপাধ্যায় ও অতসী মুখোপাধ্যায়, কলকাতা : দীর্ঘ ১৩ বছর পর কলকাতা সফরে সলমন খান (Salman Khan)। এই প্রথমবার কলকাতায় অনুষ্ঠান তাঁর। যার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন ভাইজান। কলকাতা সফর ঠিক হওয়ার পর থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন ভাইজান। শেষমেশ প্রথমবার দিদির সঙ্গে সাক্ষাৎ সারলেন তিনি। শনিবার বিকেলে আধঘণ্টার ঝটিকা সফরে সৌহার্দ্যপূর্ণ আবহে দিদি-ভাইজানের সাক্ষাৎ হল।


শনিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ সলমন তাঁর বাড়ির কাছে এসে পৌঁছনোর খবর পেয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘরের বাইরের দাঁড়িয়ে অতিথি ভাইজানকে স্বাগত জানান। উত্তরীয় পরিয়ে তাঁকে অর্ভ্যথনাও জানান। সলমনকে দেখতে মুখ্যমন্ত্রীর পরিবারের বাকি লোকেরাও হাজির হয়েছিলেন। পাশাপাশি বলিউডের তারকা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন জানার পর থেকেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে বাইরে জড়ো হয়েছিলেন অনুগামীরা। উত্তরীয় পরিয়ে সলমনকে স্বাগত জানানোর পর তাঁকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি-র কথামতোই ভক্তদের দিকে কয়েক পা এগিয়ে তাঁদের দিতে হাতও নাড়েন সলমল। তখন ওঠে তুমুল হর্ষধ্বনিও। যার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাড়িতে যান সলমন। মিনিট কুড়ির আলোচনার পর তিনি বেরিয়ে যান। সন্ধেয় ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠান সলমন খানের।


দিদি-ভাইজানের সাক্ষাতের মাঝে সলমন খানের নিরাপত্তরক্ষী ও উপস্থিত লোকজনের জন্য এগিয়ে দেওয়া হয় মিষ্টির থালাও। বলিউডের অভিনেতা বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সলমন এসেছিল দেখা করতে। ওঁর নিরাপত্তা নিয়ে খানিক চিন্তিত, খেয়াল রাখতে বলেছি।'



আরও পড়ুন- কানাডায় ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০ টিরও বেশি স্ক্রিনে প্রকাশ 'দ্য কেরালা স্টোরি'-র


কিছুদিন আগেই অভিনেতা সলমন খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বাই পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন হরিয়ানার মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র, যিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত। ওই ব্যক্তি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে অভিনেতাকে হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ। মার্চে, সালমান খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল।


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?