কলকাতা:  কর্ণাটকে ঐতিহাসিক জয় আসতেই শাসকদলকে নিশানা কংগ্রেস নেতা অধীরের। 'তৃণমূল কংগ্রেস এখন আঞ্চলিক দল, গ্রামীণ করে দেব', কর্ণাটকে ফলঘোষণার মধ্যেই মন্তব্য অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)।


এদিন অধীর চৌধুরী বলেন, 'এই দিদি, এতো চেষ্টা করছেন, রাহুলকে দিয়ে কিছু হবে না, কংগ্রেসকে দিয়ে কিছু হবে না, দিদিকে দিয়েই হবে। দিয়ে দিয়ে হবে করতে করতে , আগে জাতীয়দল ছিল, এখন আঞ্চলিক দল হয়েছে। এবার কংগ্রেসকে দিয়ে হবে করতে করতে, আঞ্চলিক দলকে গ্রামীণ দল করে দেব, কোনও চিন্তা নেই' বলে অধীরের নয়া সংযোজন, বাস্পীভূত হয়ে যাবে তৃণমূল।' 


যদিও এদিন ট্যুইট করে কুণাল ঘোষ বলেন, 'কর্ণাটক। এখনও পর্যন্ত যা অবস্থা। ১) নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে। মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন। ২) বিজেপি বিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাঁদের সামনে রেখেই বিকল্প জোট হোক। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটারে ট্যাগ করে, তিনি বলেন এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে।'  


 অপরদিকে, জয়ের ইঙ্গিত পেতেই দল ভাঙানো রুখতে বাড়তি সতর্কতা কংগ্রেস শিবিরে। জয়ী বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দল। শুধু তা-ই নয়, শাসকদল ডিএমকের সঙ্গেও এজন্য যোগাযোগ রাখা হচ্ছে কংগ্রেসের তরফে। এমনকী এদিন সন্ধ্যায় বেঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। ২০১৮-য় কর্ণাটক বিধানসভার নির্বাচনে বিজেপি ১০৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও, সরকার গড়তে পারেনি। কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হন এইচ ডি কুমারস্বামী। কিছুদিনের মধ্যেই পট পরিবর্তন হয়।


কংগ্রেস ও জেডিএস-এর ১৭ জন বিধায়ক একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিধায়ক পদ খারিজ করে দেন স্পিকার। কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় সরকার গড়ে বিজেপি। বিধায়কদের এই বিদ্রোহের নেপথ্যে বিজেপির হাত ছিল বলে অভিযোগ ওঠে। শেষপর্যন্ত কংগ্রেস-জেডিএসের বিদ্রোহী বিধায়করা বিজেপিতে যোগ দিয়ে উপ নির্বাচনের লড়াইয়ে নামেন।



আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


উপনির্বাচনে ১৫টির মধ্যে ১২টি আসনেই জয়ী হয় বিজেপি।জয়ের গন্ধ পেতেই, কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। তাতে, কর্ণাটকের এই ফলাফলের জন্য দলীয় নেতাকে কৃতিত্ব দিয়ে লেখা হয়েছে, 'আমি অদম্য, আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী। হ্যাঁ, আজ আমাকে থামানোও যাবে না।'