সল্টলেক: শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) ঘনিষ্ঠ অয়ন শীলের সল্টলেকর (Saltlake) বাড়িতে ইডি-র তল্লাশি। বাড়ির মালিক শৈবাল চক্রবর্তী জানিয়েছেন,  তিন বছর আগে সল্টলেকের এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন অয়ন শীল। প্রোডাকশন হাউসের কাজ চালাবেন বলে বাড়িটি ভাড়া নেন অয়ন শীল। টালিগঞ্জের এক বিখ্যাত পরিচালকের সঙ্গে ছবি তৈরি করছেন বলেও মালিককে জানান। শান্তনুর বিভিন্ন নির্মাণকাজের সঙ্গে যুক্ত থাকতেন অয়ন শীল, দাবি ইডির। সেই সংক্রান্ত নথি-পত্র, আর্থিক লেন-দেন সম্পর্কেই অয়ন শীলের কাছে জানতে চায় ইডি। 


বিপুল সম্পত্তির হদিশ: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযানে ইডি। সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। স্থানীয়দের দাবি, কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে এখানে অনেকেই আসতেন। তবে শেষবার এমনটা ঘটেছিল মাসছয়েক আগে। কারা আসতেন শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে, তা অবশ্য এখনও অজানা।


ইডির নজরে শান্তনু ঘনিষ্ঠরা: 'বেনামে' বলাগড়ের বাদশা শান্তনু, ইডির নজরে ঘনিষ্ঠরা। হুগলি, হাওড়া-জুড়ে সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর সাম্রাজ্য। বিলাসবহুল রিসর্ট, ধাবা, হোম স্টে, গেস্ট হাউস থেকে একের পর এক বাড়ি । কীভাবে কয়েক বছরের মধ্যে টিনের মোবাইল দোকান থেকে বিপুল সম্পত্তির মালিক?  শান্তনুর একের পর এক সম্পত্তির উৎসের খোঁজে ম্যারাথন তল্লাশি ইডির। বলাগড়, ব্যান্ডেল, চুঁচুড়ার সঙ্গে সল্টলেকেও ইডির ম্যারাথন তল্লাশি। বলাগড়ে গঙ্গার পাড়ে শান্তনুর আলিশান গেস্ট হাউস। 'গঙ্গার ভাঙন থেকে গেস্ট হাউস বাঁচাতে পঞ্চায়েতের টাকায় বালির বস্তা! হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চারপাশে সশস্ত্র শাগরেদ! গান পয়েন্টে জমি জবরদখলের বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। শান্তনুর গ্রেফতারির পরে একে একে মুখ খুলতে শুরু করলেন গ্রামবাসীরা চুঁচুড়ার শান্তনুর বিশাল ফ্ল্যাটে পাসওয়ার্ড প্রোটেকটেড দরজা! শান্তনু চুঁচুড়ার ফ্ল্যাটের প্রোমোটারের সল্টলেকের ফ্ল্যাটেও ইডির অভিযান। 


আরও পড়ুন: North 24 Parganas: মেলা শুরুর আগে মতুয়া ধামে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী, আয়োজন নিয়ে তৃণমূলকে খোঁচা শান্তনু ঠাকুরের