রঞ্জিত সাউ : আমেরিকানদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে (Fake Call Centre) হানা দিয়ে ১১ জনকে গ্রেফতার করল বিধাননগর (Bidhannagar) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস। 


পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের ইনফিনিটি বিল্ডিংয়ে একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল অভিযুক্তরা। সেই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ফোন করা হতো। বিভিন্ন নামী সফটওয়্যার কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বিদেশিদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। সেখান থেকে টেক সাপোর্টের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রক্রিয়ায় প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছে এই প্রতারণা চক্রটি।


এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সেই অফিসে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ।


এদিকে নিউটাউনেও ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছে। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কত দূর বিস্তৃত, খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।


গত মাসেও একই রকম ঘটনা ঘটে। আই ফোন বুকিংয়ের ক্যান্সেলেশনের নামে, কলকাতায় বসে হাতিয়ে নেওয়া হচ্ছিল বিদেশি নাগরিকদের টাকা। খবর পেয়ে, ঢাকুরিয়ার সেলিমপুরে ভুয়ো কলসেন্টারে (Fake Call Centre) হানা দেয় পুলিশ (Police)। প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। কীভাবে বিছানো হত প্রতারণার জাল?


পুলিশ সূত্রে খবর, ই-কমার্স সাইট হ্যাক করে আমেরিকা ও কানাডার গ্রাহকদের তথ্য জোগাড় করত অভিযুক্তরা। বেছে বেছে টার্গেট করা হত সেই বিদেশিদের, যারা আই ফোন বুক করেছে। এরপর ভয়েস ওভার প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে ক্যান্সেলেশনের টাকা ফেরত দেওয়ার কথা বলা হত। টোপে পা দিলে হাতিয়ে নেওয়া হত বিদেশি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। তদন্তকারীদের দাবি, এভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া হত লক্ষ লক্ষ টাকা।


আরও পড়ুন ; নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ৩৩ জন