কলকাতা: এবার রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) কটাক্ষ রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। এদিন তিনি বলেন, “আর ট্যুইট দেখতে চাইছে না বাংলার মানুষ, চাইছে কিছু করুন। মানুষ রাজ্যপালের দিকে তাকিয়ে, তিনি সংবিধানের রক্ষাকর্তা। মানুষ আর মতামত শুনতে চাইছে না, চাইছে কিছু করুন।‘’


রাজ্যপালকে কটাক্ষ রাজ্য বিজেপির মুখপাত্রের: রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সাম্প্রতিক যে কোনও ঘটনা নিয়ে ট্যুইট করে থাকেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার তা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র। রাজ্যপালের ভূমিকা কী হওয়া উচিত সে সম্পর্কেও মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য সংবিধানের রক্ষাকর্তা হিসেবে রাজ্যপালের দিকে তাকিয়ে থাকেন সাধারণ মানুষ। কোনও বিষয়ে আর মতামত শুনতে চাইছে না মানুষ। 


হাঁসখালির ঘটনায় ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের: এদিন হাঁসখালির (Hanskhali) ঘটনা নিয়ে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তুলে ধরেন একাধিক প্রশ্ন। ট্যুইটারে রাজ্যপাল লেখেন, "হাঁসখালিতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকা মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে। যাঁরা দায়িত্বে আছেন এবং সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ ও স্বাধীন তদন্তকে বিপথগামী করে। কারণ পুলিশও এই পথই অনুসরণ করে।'' আর এরপরই তাঁকে কটাক্ষ ছুড়ে দেন শমীক ভট্টাচার্য। 


কী ঘটেছে হাঁসখালিতে


নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার বেশ কিছু দিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই তথ্য সামনে আসে। পাশাপাশি নাবালিকার মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ উঠেছে। যে ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতার ছেলে। গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: SSC Recruitment Scam: 'মুখ্যমন্ত্রী নিজে ভাগ খেয়েছেন', এসএসসি নিয়ে সরাসরি মমতাকে আক্রমণ অধীরের