কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে একের পর এক শিল্পী রাজ্য সরকারের থেকে পাওয়া পুরস্কার ফেরাচ্ছেন। এবার তাতে নয়া সংযোজন শিল্পী সনাতন দিন্দার। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন। দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন তিনি। জানিয়েছেন, এমনিতেই দীর্ঘদিন ধরে পর্ষদে অনুপস্থিত ছিলেন তিনি, তেমন কোনও ভূমিকা ছিল না। এবার সদস্যপদ থেকে নিজেকে মুক্ত করলেন। (Sanatan Dinda)
২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন। একটানা ওই পদে ছিলেন তিনি। নিয়মিত মিটিংয়ে খুব একটা যেতেন না যদিও, সিদ্ধান্তগ্রহণ এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আর জি করে 'তিলোত্তমা' দিন্দার মৃত্যুর ঘটনাতেই যে এমন সিদ্ধান্ত নিলেন তিনি, তা জানিয়ে দিলেন তিনি। (RG Kar Protests)
সনাতন জানিয়েছেন, আর জি করে যে ঘটনা ঘটেছে, তাতে সমব্যথী তিনি। যেভাবে, প্রতিবাদ-আন্দোলন চলছে, তার পাশে রয়েছেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিলেন। আর জি করের ঘটনায় ইতিমধ্যেই সরকারি পুরস্কার ফিরিয়েছেন একের পর এক শিল্পী। রাজ্যে নাটকের সর্বোচ্চ সম্মান 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরত দেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফেরান। নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফেরান সঞ্জিতা মুখোপাধ্যায়ও। তিনি বলেন, "বিব্রত, বিরক্ত বর্তমান প্রশাসনের উপর। গোটা পৃথিবী রাস্তায়, তার পর আগুনে ঘি দিয়েছেন কাঞ্চন মল্লিক। তাঁর যা শরীরী ভঙ্গিমা, তা অত্যন্ত কদর্য। আমি ওঁর আচরণে প্রশাসনকেই দেখেছি। স্বাধীনতা সংগ্রামে সকলে সবকিছু উৎসর্গ করতেন। আমিও পুরস্কার উৎসর্গ করলাম। আমরা রাস্তায় নামিনি, সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি শিরদাঁড়া সোজা রেখে।"
আলিপুর দুয়ারের সাহিত্যিক, শিক্ষাবিদ পরিমল দে-ও পুরস্কার ফেরান। নাট্যকর্মী, আবহশিল্পী, শম্ভু মিত্র পুরস্কার প্রাপ্ত শুভদীপ গুহও পুরস্কার ফিরিয়েছেন। তিনি জানিয়েছেন, কাঞ্চন যা বলেছেন, তার পর আর পুরস্কার ঘরে রাখা যায় না, রাজ্য সরকারের কাছে অন্যায়ের বিরুদ্ধে পথে না নামার কোনও অঙ্গীকার করেননি তাঁরা। এভাবে দেশ চলতে পারে না। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের থেকে যে বিশেষ পুরস্কার পেয়েছিলেন, তা ফিরিয়ে দেন সুদীপ্তা চক্রবর্তীও। নাট্য অ্যাকাডেমির সদস্যপদও ছেড়েছেন একজন। যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাতীয় স্তরে এমন কোনও ঘটনা ঘটলে, বাংলার শিল্পীরা কেন্দ্রের থেকে পুরস্কার ফেরাবেন কি না, প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: 'দেশে ঘটলে কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো'? আর জি কর নিয়ে শিল্পীদের কটাক্ষ ব্রাত্যর