কলকাতা: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৫ দিন পরে গ্রেফতার শেখ শাহজাহান। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্টে (Calcutta High Court) বলার পরে গ্রেফতার। ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি (ED)। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) 'মাস্টারমাইন্ড'।  ১২টার পর আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে। ঠিক কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনও জানা যায়নি । 


জানা গিয়েছে, দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। আজ ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে পেশ করা হবে। 


ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালি। মুখে মুখে কেবলই একটাই নাম শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারির দাবি তুলেই অশান্ত হয়েছিল সন্দেশখালি। এই প্রেক্ষাপটে CBI, ED এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। বুধবার ফের জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন, আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারি, তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হল। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন। 


প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা। তৃণমূল নেতা বলেছিলেন, হাইকোর্ট যদি, বিচারব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে। 


আরও পড়ুন, ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ


এর পরেরদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ নেই। বুধবার ফের একবার আদালতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি। বলেন, কিছু ব্যক্তি এই ধারণা তৈরি করেছিলেন যে আদালত শেখ শাহাজাহানকে রক্ষা করছে। তাই আমরা এটা পরিষ্কার করে বলছি যে তাঁর গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ নেই। রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার না করে তার দায় এড়াতে পারে না।  


অবশেষে বৃহস্পতিবার ভোরে সন্দেশখালির 'বেতাজ বাদশা'কে গ্রেফতার করল পুলিশ।