সমীরণ পাল, সন্দেশখালি: ফের বিক্ষোভ সন্দেশখালিতে (Sandeshkhali Chaos)। এবার একশো কাজের (100 Days Work) টাকা নিয়ে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের। বিক্ষোভকারীদের অভিযোগ, কাজ করিয়ে টাকা দেননি সুপারভাইজার। তাঁদের দাবি, সুপারভাইজারের আত্মীয়রা কাজ না করেও টাকা পেয়েছেন। 


বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের: জমিদখল করে মাছের ভেড়ি থেকে নারী নির্যাতন। একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসার সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। আর এবার সেই সন্দেশখালিতে জব কার্ড হোল্ডারদের। সন্দেশখালির ন্যাজেট থানার অন্তগত নিত্যবেরিয়া। বিক্ষোভকারীদের অভিযোগ, ১০০ দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে। এদিন জব কার্ড হোল্ডাররা বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ,বরুণ দাস গ্রামবাসীদের দিয়ে MGNREGA প্রকল্পের কাজ করিয়ে কোনও টাকা দেয়নি।উল্টে বরুণ দাস তাঁর ভাই, দাদা সহ আত্মীয়-স্বজনদের কাজ না করিয়ে ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে। আর এই কারণে বরুণ দাসের বাড়ির সামনে এলাকার মানুষ জব কার্ড নিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে খবর, কিন্তু বরুণ দাস এলাকা ছাড়া। বাড়িতে তালা বন্ধ করে পলাতক। গ্রামবাসীদের বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বরুণ দাসকে পাওয়া গেল না এমনকী তাঁকে ফোনেও যোগাযোগ করা যায়নি। 


এদিকে এখনও আতঙ্ক কাটেনি সন্দেশখালিতে। একের পর এক ক্ষোভের ঢেউ আছড়ে পড়ার পর ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। জেলে রয়েছেন শেখ শাহজাহানের অন্যতম দুই শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা। সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় মাসখানেক আগে CBI গ্রেফতার করে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও। কিন্তু এতকিছুর পরেও দু'চোখের পাতা এক করতে পারছেন না সন্দেশখালির বাসিন্দারা।তাঁদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত আলোর ব্য়বস্থা নেই। রাস্তায় বেরিয়ে কখন কী অঘটন ঘটে যায়, তাই এখনও ভয়ে কাঁটা তাঁরা। গ্রামবাসীদের একাংশের দাবি, এখনও গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহান বাহিনী। নিজের জমি ফেরত পেতে চাইলেও টাকা চাইছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শঙ্কর সর্দার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Mamata Banerjee: 'ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কী করেছে বিজেপি?' আক্রমণ মমতার