প্রকাশ সিনহা, কলকাতা: তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি (ED) অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডব। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পেল না কেউই। মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত ৪ ইডি আধিকারিক সহ একজন চালক। ঘটনায় ইডির সদর দফতর থেকে রিপোর্ট তলব করা হল। 


 



কেমন আছেন আক্রান্তরা? 


ইডি সূত্রে খবর ইডির চার জন অফিসার এবং এক জন চালক আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব়্যাঙ্কের অফিসার, একজন এনফোর্সমেন্ট অফিসার সহ আরও দুজন এবং একজন ইডির গাড়ি চালক আহত হয়েছেন। যার মধ্যে দুজনকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। জয়েন্ট ডিরেক্টর ব়্যাঙ্কের অফিসার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হাসপাতালে।


রিপোর্ট তলব: ইডি সূত্রে খবর, ঘটনায় দিল্লিতে তদন্তকারী এজেন্সির সদর দফতর থেকে রিপোর্ট চাওয়া হয়। জানতে চাওয়া হয়, সন্দেশখালিতে গিয়ে কী ধরনের ঘটনা ঘটেছে? এই তাণ্ডবে কে নেতৃত্ব দিচ্ছিল? কেন ইডি অফিসারদের মারধর করা হল?  ইতিমধ্যেই সেই রিপোর্ট পাঠানো হয়েছে। এদিনের ঘটনায় আইনি পরামর্শ নিচ্ছে ইডি।


তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। সকাল ৮টা ১০ নাগাদ নাগাদ শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় শাহজাহান অনুগামীরা। এরপর মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গাড়ি ভাঙচুর করতে থাকে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় চারটি সংবাদ মাধ্যের গাড়িও। প্রাণভয়ে এবিপি আনন্দর গাড়িতে চড়ে বসেন ৪ ইডি আধিকারিক। পালিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই গাড়িতে চেপে পালাতে গিয়ে উল্টো দিকে চলে যান তাঁরা। ধামাখালি জেটি ঘাটে পৌঁছে যান। সেখান থেকে ফেরার পথ নেই বুঝতে পেরে সেখানে দাঁড়িয়ে থাকা সন্দেশখালি থানার একটি পুলিশের ভ্যানের কাছে সাহায্য চান তাঁরা। সন্দেশখালি থানার ওসির সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা। ১০ টা নাগাদ পুলিশের লঞ্চে চেপে পৌঁছন সন্দেশখালি থানায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'তদন্তকারীরা মার খেলে তদন্ত কীভাবে হবে?' সন্দেশখালির ঘটনায় প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের