আমদাবাদ: হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে আজ আইপিএলের (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে নামার আগে শুভেচ্ছাবার্তা পেল কেকেআর শিবির। আর তা এক বিশেষ ব্যক্তির থেকে। তিনি হ্যারি কেন (Harry Kane)। শুধু কেন বললে ভুল হবে, জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনখের তরফেই শুভেচ্ছা জানানো হল নাইট শিবির। কেকেআরের তরফে সোশ্য়াল মিডিয়ায় এক পোস্ট করা হয়েছে। সেখানেই হ্যারি কেনের শুভেচ্ছা বার্তার ভিডিও পোস্ট করা হয়। সেখানে ইংল্যান্ডের তরকা স্ট্রাইকার বলেন, ''কলকতা নাইট রাইডার্স, তোমাদের মরশুমটা দারুণ শুরু হয়েছে। বাকি মরশুমের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। এফসি বায়ার্ন মিউনিখের তরফে আমাদের সমর্থন রইল।''


মিউনিখের প্রতি সৌজন্যতা ফিরিয়ে কেকেআরের তরফে লেখা হয়, ''মিউনিখ থেকে এল বিশেষ বার্তা। হ্যারি কেন এবং বায়ার্ন মিউনিখের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সমর্থন করার জন্য।'' উল্লেখ্য, ২০১২ ও ২০১৪ মরশুমে আইপিএলে জিতেছেন কেকেআর। এরপর থেকে এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি নাইট শিবির। চলচি মরশুমে কেন নিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও কেন নিজে ৩৫টি গোল করেছেন। তবে এবার ফুটবল ভুলে ক্রিকেট নিয়ে মেতেছেন কেন। তবে হঠাৎ কেন এই বার্তা, এর পেছনে কোনও কারণ রয়েছে কি না জানা যায়নি।


 






আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে কেকেআর ও হায়দরাবাদ মুখোমুখি হবে। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে অফে জায়গা পাকা করেছিল কেকেআর। ১৩ ম্য়াচে ২০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছিল নাইট শিবির। অন্য়দিকে ১৭ পয়েন্ট ঝুলিতে পুরে সানরাইঝার্স হায়দরাবাদ শিবির দুই নম্বর স্থানে রয়েছে। আজ যে দল জিতবে তারাই ফাইনালে পৌঁছে যাবে। 


কেকেআর তাঁদের লিগ পর্যায়ের পরপর দুটো ম্য়াচেই মাঠে নামতে পারেনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও বৃষ্টিতে ম্য়াচ ভেস্তে গিয়েছিল। ফলে আজকের ম্য়াচে যেন নারাইন, রাসেল, স্টার্করা মাঠে নামতে পারেন, সেই আশাই রাখবেন নাইট সমর্থকরা। কিন্তু যদি ফের বৃষ্টি নামে, তখন? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ম্য়াচের সময় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের বেলা বেশ গকম থাকবে।