কলকাতা: শোকজের পর এবার সেন্সর, কমিশনের কোপে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেলাগাম আক্রমণের অভিযোগে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন (Election Commission)। তবে এর পাল্টা জবাব দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী (Tamluk BJP Candidate)। 


কমিশনের কোপে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাল্টা হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের অভিযোগে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন। তবে এর পাল্টা জবাব দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। 'চ্যালেঞ্জ করে কোর্টে যাব', কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘণ্টার জন্য সেন্সর করেছে কমিশন। আজ বিকেল ৫ থেকে কাল বিকেল ৫ পর্যন্ত প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে কড়া ভাষায় সতর্ক করল নির্বাচন কমিশন। তমলুকের বিজেপি প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। 


এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আঅমি যে উত্তরটা দিয়েছিলাম তাতে পরিষ্কার করে দিয়েছিলাম কোন পরিপ্রেক্ষিতে ওই কথা বলা হয়েছিল। দ্বিতীয়ত, আমি বলেছিলাম, যেহেতু প্রচারের মধ্যে আছি, যদি প্রয়োজন হয় তাহলে সাপ্লিমেন্টারি উত্তর দেওয়ার অধিকার রিজার্ভ রাখলাম। তৃতীয়ত, এই সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটা অপারচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়, তাও বলেছিলাম। নির্বাচন কমিশন তিনটের কোনওটাই করেননি। উল্টে যা লিখেছেন তাতে আমারই মানহানি করে বসেছেন। এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। কারণ সমাজে শুধু অন্য লোকের মান আছে, রেখা পাত্রের বা আমার নেই, তা তো নয়। সেই কারণে আপাতত আমি নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে একটা চিঠি পাঠিয়েছি। তাতে লাভ না হলে উপযুক্ত সময়ে আদালতে যাব। কারণ এই নির্দেশ যেভাবে আমার মানহানি করল, কোনওভাবেই সেটা আমি মেনে নেব না।'


আগে কী বলেছিলেন অভিজিৎ ?


প্রকাশ্য সভায় মমতাকে কুকথার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে। ২০ মে, সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন। সূত্রের খবর, জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে, ‘কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ’ করেছেন অভিজিৎ। আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। গত ১৫ মে হলদিয়ার পর ময়নার জনসভা থেকে মুখ্যমন্ত্রীর 'দর' নিয়ে বিতর্কিত মন্তব্য় করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, 'মমতা শুধু চোরই নন, মমতা মহিলাদের অপমান করেছেন। একজন মহিলা, যিনি আমাদের প্রার্থী (রেখা পাত্র)। তাঁকে বলেছেন ২ হাজার টাকা দিয়ে কেনা যায়। আমি পাল্টা প্রশ্ন করেছি, মমতা ব্যানার্জি তোমার দর কত? তোমাকে কত টাকা দিয়ে কেনা যায়? আমরা সবাই দাঁড়িয়ে এই কারণে বলেছি, ৭ লক্ষ, ১০ লক্ষ টাকায় তিনি শিক্ষকদের চাকরি বেচেছেন। তাঁকে ধরা পড়তেই হবে।' 


আরও পড়ুন: Loksabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে দু'দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী


মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কমিশনের সেন্সর করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুকে। প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগে ২৪ ঘণ্টা প্রচার থেকে বিরত থাকতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।