Smartphones Under Rs 8000: আজকাল স্মার্টফোন (Smartphones) প্রায় সব বয়সীদের কাছেই প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবসময় প্রচুর খরচ করে ফোন কেনার সামর্থ্য সকলের থাকে না। এদিকে দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ রয়েছে যেখানে একটা স্মার্টফোনের অভাব মাঝে মাঝে অনুভূত হয়। তাই সস্তায় স্মার্টফোন (Low Cost Smartphones) কিনতে চাইলে আপনি কোন মডেল কত দামে কোথা থেকে কিনতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। 


রেডমি এ২


এই ফোনের আসল দাম ৯৯৯৯ টাকা। এখন অ্যামাজন থেকে ৫৪৯৯ টাকায় কিনতে পারবেন। ক্লাসিক ব্ল্যাক, সি গ্রিন এবং অ্যাকোয়া ব্লু- এই তিনটি রঙের ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। রেডমি এ ২ ফোনে রয়েছে ১৬.৫ সেন্টিমিটারের ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এম০৪


স্যামসাংয়ের এই ফোনের আসল দাম ১১,৯৯৯ টাকা। তবে এখন কেনা যাবে ৭৯৯৯ টাকায়, অ্যামাজন থেকে। এই ফোনে ১৬.৫ সেন্টিমিটারের এইচডি পালস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা, তার সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে। এই ফোনে রয়েছে একটি শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


রেডমি ১৩সি


এই ফোনেরও আসল দাম ১১,৯৯৯ টাকায়। তবে এখন অ্যামাজন থেকে কেনা যাবে ৭৯৯৯ টাকায়। কালো, সবুজ এবং সাদা রঙে লঞ্চ হয়েছে এই ফোনে। ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass 3 প্রোটেকশন রয়েছে। একটি মিডিয়াটেক হেলিও পি৮৫ প্রসেসর রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। রেডমি ১৩সি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের এআই মেন সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


পোকো সি৫১


পোকো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছিল ১০,৯৯৯ টাকায়। এখন অ্যামাজন থেকে ৫৯৯৯ টাকায় কেনা যাবে। এখানে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে। পোকো সি৫১ ফোনে ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ গো অপারেটিং সফটওয়ারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। 


রিয়েলমি নারজো ৫০আই প্রাইম


রিয়েলমির এই ফোন কেনা যাবে ৬৪৯৯ টাকা। একটিই গাঢ় নীল রঙে এই ফোন লঞ্চ হয়েছিল। এখানে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে Unisoc T612 প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ওয়াচ ২ কবে লঞ্চ হতে পারে? একবার চার্জ দিলে কতদিন চালু থাকবে?